মিস্ড কলকে অনেকে বেশ মর্সকোডের মত ব্যবহার করছেন। অবশ্য টকটাইম কিনতে গেলে যে ভাবে পকেট টকে যাচ্ছে, তা'তে এই দুরন্ত ইনোভেশনে নিজেদের সঁপে না দিয়ে কোনও উপায় নেই।
বিশেষত পড়ুয়া প্রেমিক প্রেমিকারা মিস্ড কলকে অন্য পর্যায় নিয়ে যেতে পেরেছেন।
সমস্ত কল কোডেড।
ভর দুপুরে হাফ-বার বেজে থেকে গেল। প্রেমিকা নির্ঘাত খটমট মেজাজে।
বার চারেক বাজল। প্রেমিক নিশ্চয়ই ভর দুপুরে পার্কের বেঞ্চে অপেক্ষা করে করে হদ্দ হয়ে পড়েছে।
রাতের বেলা মিস্ড কলে বালিশের তলায় রাখা ফোন একবার ভাইব্রেট করে চুপসে গেল। প্রেমিকার মন কেমন।
মিনিবাসের ভিড়ে নকিয়া টিউন টুপ করে বেজেই স্পীকটি নট। সেও ফুলবাগান পৌঁছল বলে।
প্রত্যেক জোড়ার আলাদা আলাদা ম্যানুয়াল।
রাত দু'টোর সময় যে মিস্ড কল আদতে এনকোডেড গোপন চুমু, ভরদুপুরে সেই মিস্ড কলই বিকেলের হাঁটতে যাওয়ার প্রপোজাল।
মাঝেমধ্যে গোলমাল পাকিয়ে যায় বটে। এই যেমন সে'দিন। মান্তুদা বড় রাস্তার মোড়ে চিতপটাং হয়ে শুয়ে। বুকে মাঝে মধ্যেই নীল মোবাইলটা কেঁপে কেঁপে উঠছে। নীলাদির দুদ্দাড় মিস্ড কল, ওর টিউশন শেষ হয়ে গেছে। এ'বার ঘাটের দিকে দেখা হওয়ার কথা।
এ'দিকে বেরসিক ট্রাকটা অমন দুম করে এসে না পড়লে মান্তুদার পক্ষীরাজ হারকিউলিস সাইকেল এতক্ষণে ঘাটের পাশের নিমগাছটায় হেলান দেওয়ানো থাকত। নির্ঘাত।
এ'দিকে বেরসিক ট্রাকটা অমন দুম করে এসে না পড়লে মান্তুদার পক্ষীরাজ হারকিউলিস সাইকেল এতক্ষণে ঘাটের পাশের নিমগাছটায় হেলান দেওয়ানো থাকত। নির্ঘাত।
3 comments:
খুব একটা ভালো লাগল না।
চন্দ্রিল এর থেকে inspired, বোঝাই যাচ্ছে।
"most economic electronic call"mokkham takhma msdcl er janya.ami tomake swanya,swapoane,jagarane dhyan karchi,amar phne bal nei tumi amake ekta phn karo......ekadhikbar, jadi na cell phnke niswas nite deor samay nadiye eei babaji ase hajir han tahale seta "icu"case,time interval jadi 2- 3min hay tahale ami ese amar "khonsal ka ghonslai"wait karchi.....anekhan haye geche..taratari darshan dao......abar kono kono samay emni khujro saitani.....tabe haan eei adbhut ekta electrifying concept asar phale, na bola kathao pratyeke wireless connection diye antargato kare felo...........emnaki sakal bela ghum theke uthar murgir dak hisabeo eei concept tar acceptance motamoti 100% bala chale.....seshe amader mato khub sadharan manuser kache eei concept er darun demand graph thakelo......jigyasa raye gelo je jara stardom aar famous city te thake tara kibhabe eei wireless economy ke utilise kare...naki ego aar status namuk duto kidney diye eei concept ta malmutrere mato beriye jai.....aar talanite ase theke tader bal ta !!!!!!!!!
On the occasion that you want to boost your vocal singing
intonation as well as obtaining from vocal singing lessons on-line today.
Look at my web page how to sing and play guitar (http://www.thecricketlounge.com/groups/how-to-become-a-famous-singer-at-age-11-fast)
Post a Comment