প্রবল গরম ধুয়ে মুছে সাফ করে দেওয়া বৃষ্টি।
মিনিবাসের ঠাসাঠাসি সব মাথায় "ঝর ঝর মুখর বাদর দিনে" লেভেল বৃষ্টি।
বাতাসে ডাব-সরবতি ফ্লেভার এনে দেওয়া বৃষ্টি।
খিচুড়ি মামলেটের ক্লিশেতে মন দোলানোর বৃষ্টি।
ইলিশের কার্পেটে মাছের বাজার মুড়ে দেওয়ার প্রতিশ্রুতি বয়ে আনা বৃষ্টি।
সব মিলে মাখনের ঢিপির মধ্যে দিয়ে মখমলে ছুরির ডগা বেশ তরতর করে এগিয়ে যাচ্ছিল বটে, শুধু ঠোক্কর খেল উত্তর কলকাতার হাঁটু জলে। কলেজ স্ট্রীট টু হ্যারিসন রোড, সর্বত্র নাকানিচোবানি। কলেজ স্ট্রিটের ফুটপাতে দাঁড়ানো উচিৎ না ভাসা উচিৎ সে'টা নিয়ে ভেবে মিনিট দুই থুতনি চুলকানো যেতেই পারে। তবে ইয়ে, আমাদের ক্ষমতা আছে হাঁটুজলের ঘায়ে নস্টালজিয়ার বোরলিন লাগানোর।
ইনফ্রাস্ট্রাকচার করে বেশি লাফালাফি করলে রোম্যান্সে চোনা পড়তে পারে। অন্তত তেমনটাই বলেছেন দিল্লী প্রবাসি বান্ধবি। কফি হাউস থেকে কাটলেটি মেজাজ নিয়ে বেশ মৌজ করে বেরিয়েছিলেন। আমি ভাবলাম লম্বা স্কার্ট রাস্তার জলে ছপরছপর করলেই মুডের ফুরফুর চুপসে যাবে।
কিন্তু ওই। নস্টালজিয়ার বোরোলিন।
ভাসা ভাসা চোখ নিয়ে তিনি জানালেন; "আমার বড় ইচ্ছে এমন জলজমা রাস্তার ধারে একটা পুরনো বাড়িতে সংসার পাতব। এমন হাউসবোট পেলে এই কলেজস্ট্রীটই আমার ভূস্বর্গ হয়ে থাকবে"।
স্বল্প আলাপে "অসহ্য ন্যাকামো" কথাটা দুম করে বলা যায় না বোধ হয়।
মিনিবাসের ঠাসাঠাসি সব মাথায় "ঝর ঝর মুখর বাদর দিনে" লেভেল বৃষ্টি।
বাতাসে ডাব-সরবতি ফ্লেভার এনে দেওয়া বৃষ্টি।
খিচুড়ি মামলেটের ক্লিশেতে মন দোলানোর বৃষ্টি।
ইলিশের কার্পেটে মাছের বাজার মুড়ে দেওয়ার প্রতিশ্রুতি বয়ে আনা বৃষ্টি।
সব মিলে মাখনের ঢিপির মধ্যে দিয়ে মখমলে ছুরির ডগা বেশ তরতর করে এগিয়ে যাচ্ছিল বটে, শুধু ঠোক্কর খেল উত্তর কলকাতার হাঁটু জলে। কলেজ স্ট্রীট টু হ্যারিসন রোড, সর্বত্র নাকানিচোবানি। কলেজ স্ট্রিটের ফুটপাতে দাঁড়ানো উচিৎ না ভাসা উচিৎ সে'টা নিয়ে ভেবে মিনিট দুই থুতনি চুলকানো যেতেই পারে। তবে ইয়ে, আমাদের ক্ষমতা আছে হাঁটুজলের ঘায়ে নস্টালজিয়ার বোরলিন লাগানোর।
ইনফ্রাস্ট্রাকচার করে বেশি লাফালাফি করলে রোম্যান্সে চোনা পড়তে পারে। অন্তত তেমনটাই বলেছেন দিল্লী প্রবাসি বান্ধবি। কফি হাউস থেকে কাটলেটি মেজাজ নিয়ে বেশ মৌজ করে বেরিয়েছিলেন। আমি ভাবলাম লম্বা স্কার্ট রাস্তার জলে ছপরছপর করলেই মুডের ফুরফুর চুপসে যাবে।
কিন্তু ওই। নস্টালজিয়ার বোরোলিন।
ভাসা ভাসা চোখ নিয়ে তিনি জানালেন; "আমার বড় ইচ্ছে এমন জলজমা রাস্তার ধারে একটা পুরনো বাড়িতে সংসার পাতব। এমন হাউসবোট পেলে এই কলেজস্ট্রীটই আমার ভূস্বর্গ হয়ে থাকবে"।
স্বল্প আলাপে "অসহ্য ন্যাকামো" কথাটা দুম করে বলা যায় না বোধ হয়।
1 comment:
"aai brishti jhepe,dhan debo mepe"
megh mamar pithe chepe jakhon bristi bhagne glucon di er sab tuku ras nigre niye jakhon kolkatar buke achre pare takhon madhya kol kata taka swagato janay tar sab tuku prem ujar karediye.aar tai komar chapano jale roj namja jiban 75 mile per hour(samayer sathe sathe speed chnge hai...aar madhya kol kata bole brishte speed comparitively kam thake.....aatpoure bole katha!) chalano ta ekta trademerk haye dariyeche.....amar to baparta besh adventorous lage.....karan sacharajar amar nonra jal eriye chali .....kintu sarkar er daya dakhinya aar goder upar bish forara mato narun dev er asesh asirwad amader ke badhya kare eei jalke concrete road mane kare chalte.......eei jale poka makor theke suru kare sap khoo thakte pare karan "kothakar jal je kothai giye daray ta toaar amar jana nei"....tabe madhya kolkata eer ee peculiar characteristic niye aajo sab theke besi ytiyabahi......bangli trditioner....tai komar-hantu jal brishti te amar thakuk!
Post a Comment