Tuesday, September 15, 2009

খেপচুরিয়াস


পৃথিবীটা ক্রমশ খেপচুরিয়াস হয়ে যাচ্ছে!
চা-ওয়ালা কে বললাম খুচরো নেই, খেই-মেই করে বললে, "ঢক ঢক করে চা গেলার সময় তো মনে ছিল না?"
বাস কন্ডাক্টার কে বললাম চেতলা এলে একটু ডেকে দিতে,বলা যায় না চোখ বুজে এলে.. বললে, "এটা কি বেডরুম না ক্যাওরাতলা যে চোখ বুজবেন?"
বস কে বললাম ছুটি চাই, মা অসুস্থ! বস বললে " চোপরাও ব্যাটা ফাঁকিবাজ, ব্লাফ-বাজ, Nincompoop"
সহকর্মী কে বললাম, 'গুড মর্নিং', সে বললে,"ধুর শালা"
পিওন বিশু'কে বললাম চট করে একটা সিগারেট এনে দিতে, বললে, ' বাপের চাকর নাকি মশায়'
অফিস ফেরত ট্রেনে সিটে বসা এক যাত্রী কে বললাম একটু সরে বসতে, বললে, "এই মাগ্গি-গন্ডার বাজারে যা চেহারা বাগিয়েছেন, তাতে কি আর আমি একটু চাপলে নিজেকে আঁটতে পারবেন এই সিটে? দাঁড়িয়ে থাকুন মশায়, সবসময় compromise expect করেই এ দেশ গোল্লায় গ্যালো"!
প্রেমিকা'কে বললাম একটা কবিতা লিখে পাঠাচ্ছি, রেজিস্টার্ড পোস্টে, বললে ,"ন্যাকা ভূত"!

বাড়ি'তে ফিরে বাবা'র ফ্রেমে বাঁধানো ছবিটার দিকে তাকিয়ে সমস্ত কিছু ভেঙ্গে-চুরে ঝাপসা হয়ে যায়! ছোটবেলার নিউমোনিয়া-মাখা গন্ধ ফিরে আসে "খুব কষ্ট হচ্ছে খোকা?Steady my son, steady!চিন্তা করিসনি, আমি তো আছি!"

Saturday, September 12, 2009

পুজো ও বিলুদা




পুজো আসছে! এর চেয়ে আদিম, গভীর সপাং মার্কা কোনো Enlightenment অন্তত আমি জানি না! আর এই পুজো'istic হোম ওয়ার্ক সব চেয়ে গভীর ভাবে করতে দেখতাম আমাদের পাড়ার পুজো কমিটির ক্যাশিয়ার বিলুদা কে!

সেপ্টেম্বর পড়া মাত্তর বিলুদা কয়েকটা সোজাসাপ্টা কাজ সেরে ফেলতো:

. পুজোবার্ষিকী সমস্ত যত পত্রিকা কেনা: ( দেশ কিনতো শো কেসে সাজিয়ে রাখতে, শুকতারা/আনন্দমেলা কিনতো পড়তে এবং আনন্দলোক কিনতো, ইয়ে মানে শুধু ছবি দেখতে বোধ হয়)

. দু চার খানা পুজো' গান'এর ক্যাসেট কিনতো (তখনো সি ডি ব্যাপারটা ঠিক চালু হয়নি)! গান টান শুনে প্রত্যেকবার দীর্ঘশ্বাস ফেলে বলতো, "জীবনমুখী ব্লাফ' রগড়ে দিলে!"

. পুরি,সিমলা, গোয়া থেকে থাইল্যান্ড পর্যন্ত ঘুরে আসবার প্ল্যান করে ফেলতো, এবং কোনোবারই বক-খালির বেশি এগোতে পারেনি!

. ফতুয়া কিনতো অঞ্জলি দেওয়ার জন্যে এবং শুক্লাদী' সাথে অষ্টমীর বিকেলে ফুচকা খেতে যাওয়ার জন্যে, গামছা কিনতো ভোগ বিতরণ' হল্লা-বাজি করতে, দুর্দান্ত একটা চেক শার্ট কিনতো একটা জীবন পাল্টে দেওয়া ইন্টারভিউ'এর জন্য আর প্রত্যেক বার ঠিক করতো যে পা'এর জুতো'টা একটু ঘষে-মেজে গেলেও আরও এক বছর চলে যাবে!

. পাড়ার থিয়েটার দল'এর লিডার নিলু'দার পিছনে ঘুর ঘুর শুরু করতো নবমীর থিয়েটারে একটা রোলের জন্যে; চাকর-সৈনিক-ডাক্তার; যে কোনো ভাবে!

. প্রত্যেক বিজয়া দশমী তে প্রতিজ্ঞা করতো 'সিদ্ধি খেয়ে ধুনুচি নেচে Public Spectacle নামানো এইবারই শেষ'!


শুধু এক অষ্টমীর দিন, যেদিন শুক্লাদির বিয়ের পাকা কথা হয়ে গ্যালো ডাক্তার পাত্রের সাথে, বিলুদা নতুন নীল রং'এর ফতুয়া গায়ে চাপিয়ে সোজা গিয়ে শুয়েছিল রেল লাইনে! পুরি এক্সপ্রেস ঝম ঝম রক্তে ভিজিয়ে গেছিলো বিলুদা' নীল ফতুয়া!

Saturday, September 5, 2009

পান্ডব গোয়েন্দা: স্মৃতি ও Brief Analysis


পান্ডব গোয়েন্দা পূজাবার্ষিকী আনন্দমেলা থেকে vanish হওয়া এক calamity. এবার'এর পুজোর আনন্দমেলা হাতে আসতে সেই দুঃখ আবার জেগে উঠলো! মনে পরলো পান্ডব গোয়েন্দা' প্রত্যেক উপন্যাস'এর Essential Features: . বাবলু' (Senior most পান্ডব, utility'তে অর্জুন) মর্নিং ওয়াক! ভোম্বল'এর খাওয়া (ভীম)! ম্যাদামারা বিলু (যুধিষ্ঠীর) এবং ইংরিজি তে যাকে বলে Filling Up Numbers মার্কা বাচ্চু বিচ্ছু (নকুল সহদেব বোধ হয়)! . যে কোনো 'পান্ডব'দের সমবয়েসী কোনো এক মেয়ের সাথে আচমকা আলাপ; রহস্যের শুরু! (মেয়েটি অবশ্যই 'বেশ' সুন্দরী এবং স্মার্ট এবং ক্ষেত্র বিশেষ' অবাঙালি) . রহস্যে' পাল্লায় পরে কলকাতার বাইরে যাওয়া, preferably কোনো টুরিস্ট স্পটে! . Bollywood মার্কা ভিলেন! (একদম দুর্যোধন-শকুনি type) . নেড়ি পঞ্চু' ( কৃষ্ণ বোধ হয় ) hero-গিরি যেমন ভল্ট খাওয়া, ডাইভ দেওয়া ইত্যাদি! . শত্তুর কে চাবকে দিয়ে Comprehensive Victory for পান্ডব দল, তবে তা বাবলু' revolver থেকে এক পিস বুলেট খরচ হওয়ার আগে নয়! জয় পান্ডব!