Tuesday, September 15, 2009

খেপচুরিয়াস


পৃথিবীটা ক্রমশ খেপচুরিয়াস হয়ে যাচ্ছে!
চা-ওয়ালা কে বললাম খুচরো নেই, খেই-মেই করে বললে, "ঢক ঢক করে চা গেলার সময় তো মনে ছিল না?"
বাস কন্ডাক্টার কে বললাম চেতলা এলে একটু ডেকে দিতে,বলা যায় না চোখ বুজে এলে.. বললে, "এটা কি বেডরুম না ক্যাওরাতলা যে চোখ বুজবেন?"
বস কে বললাম ছুটি চাই, মা অসুস্থ! বস বললে " চোপরাও ব্যাটা ফাঁকিবাজ, ব্লাফ-বাজ, Nincompoop"
সহকর্মী কে বললাম, 'গুড মর্নিং', সে বললে,"ধুর শালা"
পিওন বিশু'কে বললাম চট করে একটা সিগারেট এনে দিতে, বললে, ' বাপের চাকর নাকি মশায়'
অফিস ফেরত ট্রেনে সিটে বসা এক যাত্রী কে বললাম একটু সরে বসতে, বললে, "এই মাগ্গি-গন্ডার বাজারে যা চেহারা বাগিয়েছেন, তাতে কি আর আমি একটু চাপলে নিজেকে আঁটতে পারবেন এই সিটে? দাঁড়িয়ে থাকুন মশায়, সবসময় compromise expect করেই এ দেশ গোল্লায় গ্যালো"!
প্রেমিকা'কে বললাম একটা কবিতা লিখে পাঠাচ্ছি, রেজিস্টার্ড পোস্টে, বললে ,"ন্যাকা ভূত"!

বাড়ি'তে ফিরে বাবা'র ফ্রেমে বাঁধানো ছবিটার দিকে তাকিয়ে সমস্ত কিছু ভেঙ্গে-চুরে ঝাপসা হয়ে যায়! ছোটবেলার নিউমোনিয়া-মাখা গন্ধ ফিরে আসে "খুব কষ্ট হচ্ছে খোকা?Steady my son, steady!চিন্তা করিসনি, আমি তো আছি!"

3 comments:

Mon.Esprit said...

দারুন লাগলো লেখাটি.

Anonymous said...

ভালো লাগলো , ছড়ান নি

Anonymous said...

ভালো লাগলো , ছড়ান নি