ইন্টারনেটে একটা মস্করা বহু প্রচলিত আছে।
প্রশ্ন: -"How do you spell God?"
উত্তর: "G-O-O-G-L-E"
রজনীকান্ত ("তুমি নির্মল কর" খ্যাত নয়, "শিবাজী" খ্যাত) নয়, মারাদোনা'র হাতও নয়, এ যুগ'এ ঈশ্বরত্ব যদি কাউকে গছানো যায় তবে সে হচ্ছে গুগল। কারণ স্পষ্ট।
আমার এক বন্ধু, গুগল'য়ে কর্মরত হয়েও এই ধারণা'টা শুনলেই উসখুস করে উঠতো। মাঝেই মাঝেইবলতো "টেকনোলজি কখনো ভগবান হতে পারে না ব্রাদার, মানুষের চ্যালেঞ্জ ফেস করার ক্ষমতাটেকনোলজির নেই"।
সেই বন্ধুর নাম সুহেল, সুহেল বারুজ্জ্যে। এই সেদিন সুহেল একটা ছোট্ট একটা মেল পাঠালো:
প্রশ্ন: -"How do you spell God?"
উত্তর: "G-O-O-G-L-E"
রজনীকান্ত ("তুমি নির্মল কর" খ্যাত নয়, "শিবাজী" খ্যাত) নয়, মারাদোনা'র হাতও নয়, এ যুগ'এ ঈশ্বরত্ব যদি কাউকে গছানো যায় তবে সে হচ্ছে গুগল। কারণ স্পষ্ট।
আমার এক বন্ধু, গুগল'য়ে কর্মরত হয়েও এই ধারণা'টা শুনলেই উসখুস করে উঠতো। মাঝেই মাঝেইবলতো "টেকনোলজি কখনো ভগবান হতে পারে না ব্রাদার, মানুষের চ্যালেঞ্জ ফেস করার ক্ষমতাটেকনোলজির নেই"।
সেই বন্ধুর নাম সুহেল, সুহেল বারুজ্জ্যে। এই সেদিন সুহেল একটা ছোট্ট একটা মেল পাঠালো:
"তন্ময়,
বলেছিলাম না, মানুষ টেকনোলজির মাতব্বরি কে চিরকাল চ্যালেঞ্জ করবেই?
যে ই-মেল আই-ডি থেকে মেল টা পাঠাচ্ছি, সেটা খেয়াল করিস।
সুহেল"
লক্ষ্য করে দেখলাম সুহেল মেল'টা এই আই-ডি থেকে পাঠিয়েছে :
gmail@suhelbanerjee.com
গুগল'এর এত বড় একটা প্রোডাক্ট, জি-মেল, যেটা নাকি ই-মেল বাজির কসেপ্টই পাল্টে দিয়েছে,সেইটাকে এত বড় মনস্তত্বিক ঠাট্টার মুখে ফেলে দেওয়..ভাব যায়?
প্রযুক্তি কখনোই মানুষ কে পিছনে ফেলতে পারবে না; তার বোধ হয় একটাই কারণ: প্রযুক্তির 'সেন্সঅফ হিউমার' নেই।
(পুনশ্চ : gmail@suhelbanerjee.com ই-মেল আই-ডি টা সম্পূর্ণ খাঁটি, মেল করে দেখতে পারেন!)
2 comments:
Once again, absolutely elated to find a post about myself! Moreover this is frankly one of the simplest online gimmicks ever! As you mentioned there was this popular joke doing the rounds about Rajnikanth (Indian version of Chuck Norris) having an email ID - gmail@rajnikanth.com It struck me as odd that this should even be a Rajni joke because anyone can do this if he's ready to spend 300-500 INR and buy a domain in his name. Yes, it's that simple - 1) Buy a domain name 2) Register it with Google Apps 3) Create up to 50 different accounts for your new 'organisation', so you can also email me at yahoo@suhelbanerjee.com, facebook@suhelbanerjee.com or srk@suhelbanerjee.com
Let me know if you need help with setting this up.
Also, glad to let Bongpen's readers know that our favourite blogger is now available at gmail@bongpen.com , so, welcome to the club!
Post a Comment