প্রশ্ন: শুদ্ধ কি প্রকারে শুদ্ধতর হয় ? বাহ্যিক পরিবর্তন ছাড়াও সমূহ ব্যবহারিক পরিবর্তন কি ভাবে সম্ভব? দশটি উদাহরণ সহ ব্যাখ্যা করো।
উত্তর: শুদ্ধ হতে শুদ্ধতর হওয়া এবং বাহ্যিক পরিবর্তন ছাড়া ব্যবহারিক পরিবর্তনের যে পদ্ধতিটি, তার উত্তম প্রয়োগ-দৃষ্টান্ত আমরা দেখতে পারি আমাদেরই আপন মাতৃভাষায়।
অতএব, বঙ্গ-ভান্ডার চষে দশ খানি বিবিধ-রতন নীচে লিপি-বদ্ধ করা হলো:
শব্দ ১- ব্যাপক:
প্রাচীন ব্যবহার : “কলিকাতা শহরে ওলাউঠার প্রাদুর্ভাবে ব্যাপক হারে মানুষ মরিতে লাগিলো”
আধুনিক ব্যবহার: “ব্যাপক মেয়ে, সাধু ভাষায় যাকে বলে ডানা লেস পরি”
শব্দ ২- আগুন:
প্রাচীন ব্যবহার : “এত বেলা হয়ে গ্যাল এখনো উনুনে আগুন পড়ল না রে মুখপুড়ির দল?”
আধুনিক ব্যবহার: “হোয়াট আ কভার ড্রাইভ, আগুন শট, জিও দাদা”
শব্দ ৩- গুরু:
প্রাচীন ব্যবহার : “তুমি গুরু তুমি রাম, তুমি ভগবান, তোমারি লগিয়া তাই কাঁদে মোর প্রাণ”
আধুনিক ব্যবহার : “ভ্যানতারা না মেরে একটা সিগারেট দাও দেখি গুরু”
শব্দ ৪- প্রেম:
প্রাচীন ব্যবহার: “যদি প্রেম দিলে না প্রাণে...”
আধুনিক ব্যবহার: “আরে এ কোনও কঠিন কাজই নয়, ‘প্রেম’সে হয়ে যাবে”
শব্দ ৫- পাগলা:
প্রাচীন ব্যবহার: “ পাগলা ভাই আমার, তুই ভারী দুষ্টু হয়েছিস আজকাল”
আধুনিক ব্যবহার: “ পাগলা চূলকে নে”
শব্দ ৬- বোকা
প্রাচীন ব্যবহার: “এই সহজ ব্যাপারটা বুঝলে না, তুমি তো আচ্ছা বোকা হে?”
আধুনিক ব্যবহার: “এই পাতি ব্যাপারটা বুঝলে না, তুমি তো আচ্ছা বোকা#$ হে?”
শব্দ ৭- বাংলা
প্রাচীন ব্যবহার: “বাংলা আমার দৃপ্ত স্লোগান…. ইত্যাদি ইত্যাদি”
আধুনিক ব্যবহার: “মৌত হোগা তো একলা / মদ হোগা তো বাংলা”
শব্দ ৮- মাল
প্রাচীন ব্যবহার: “মাল-পত্তর গুলো সব ঠিক-ঠাক গুছিয়ে নিও বাবাজী, কেমন?”
আধুনিক ব্যবহার: “উফ্ফ, কি মাল মাইরি, এক পলকেই ক্যাপচার করে নিয়েছি ৩৬-৩২-৩৬”
শব্দ ৯- তোলা
প্রাচীন ব্যবহার: “এই বয়েসে এতটা দায়িত্ব কাঁধে তোলা কি চাট্টি-খানি কথা”
আধুনিক ব্যবহার: “এই বয়সে এত গুলো মেয়ে তোলা কি চাট্টি খানি কথা”
শব্দ ১০- ছড়ানো
প্রাচীন ব্যবহার: “ দানা ছড়িয়ে দিন, দেখবেন খুঁটে খাওয়ার লোকের অভাব হবে না”
আধুনিক ব্যবহার: “ তখন থেকে কি গ্যাঁজ-গপ্প করে যাচ্ছো? ছড়ানো বন্ধ করো”
1 comment:
Oshadhornon lekha hoyeche guru. Ei 10tar modhe - byapok, guru aar maal er prochur "istemal" kori aami...aar loke aamar jon-no boka (ba kokhono boka aar arekti shobdo) majhe moddhei bole phale....
Byapok :)
Post a Comment