Saturday, December 3, 2011

দ্য গ্রেট ইটালিয়ান সেলুন



পুরুষ-প্রসাধনের মত সহজ ব্যাপার এ পৃথিবীতে বিরল
সেই সহজাত সহজ হিসেব-কিতেব কে জমজমাট সাজিয়ে তলে লচ্ছমন সিংএর (লচ্ছমন , লক্ষণ বা লক্সমন নয়) এই গ্র্যান্ড ইটালিয়ান সেলুনবস্তুত একটি বাজারের থলি হাতে ঘুরে বেড়ান এই প্রোলিতারিয়েত হাবিবথলির সম্পদ নামিয়ে যে কোনও জায়গায় বসে যায় এই বিহারী যুবকের পথের পুরুষ-পার্লার
এক বোতল জল, একটি ক্ষুর,একটা চিরুনি, দুটি কাঁচি, একটি গামছা, একটা সেভিং ক্রীমের টিউব, একটা সেভিং ব্রাশ, একটা স্টীলের তোবড়ানো বাটি এবং একটি আধ-ভাঙ্গা ফিটকিরিএই সরল আসবাব সাজিয়ে যত্র-তত্র বসে যায় লচ্ছমনের দ্য গ্রেট বিহার সেলুন। লছ্মন জানালে যে চুল কাটতে সে নেয় ৭ টাকা, দাঁড়ি কামাতে ৪ টাকা এবং চুল-দাঁড়ি এক সাথে ছাঁটালে শুধু দু টাকার ছাড় পাওয়া যাবে তাই নয়, পাঁচ মিনিট মালিশও ফ্রী। এমন লোভনীয় অফার ফেলে যদি আপনি নামজাদা সেলুনে চুল-দাঁড়ির সঙ্গে পকেটটিও কাটাতে ঢোকেন তাহলে বলতেই হয় আপনি নিতান্তই একটা ইয়েআর হ্যাঁ, নিশ্চিত ভাবেই বলা যায়, যে পুরুষ-প্রসাধনী সেলুনে যদি FDI’এর অনুপ্রবেশও কোনদিন ঘটে, লচ্ছমনের ব্যবসা টলানো অসম্ভব
পুনশ্চ: এই ছবিটি বিহারের বেগুসরাই জেলার সীমারিয়া-অর্ধ কুম্ভ মেলাতে (২০১১) তোলা।

2 comments:

Rezwan said...

আফসোস এখানে ইটালিয়ান সেলুনের বড় আকাল! গত সপ্তাহে ৪০ টাকা দিয়ে শুধু মাত্র চুল কেটে এলাম। :|

Arjun M said...

সিনহেশ্বর আমার ঠাকুরদার আমল থেকে family নাপিত ছিল। অর্থাৎ আমাদের পরিবারের সব পুরুষই চিরকাল ইটালিয়ান সেলুনে চুল কেটে এসেছে। সিনহেশ্বর কয়েক বছর হল মারা গেছে; এখন ওর জামাই রাজেশ আমাদের family নাপিত। কলকাতা গেলে এখনও, সেই ইটালিয়ান সেলুন। চুল কেটে আরামই আলাদা।

অত্যন্ত উন্নত মানের লেখা; ছোট দুটি paragraph এর মধ্যে অনেক গভীর কথা ঢেলে দিয়েছেন। আপনি পারেন বটে...সত্যি ঈর্ষা করি :)