Tuesday, March 20, 2012

বটেই তো

বস: ভারী গুমোট!
আমি: বটেই তো!
বস: ফেব্রুয়ারী তেই এই?
আমি: বটেই তো।
বস: ভাব তাহলে মার্চে কী হবে?
আমি: আগুন জ্বলবে।
বস: না না অত গরম পড়বে না চট করে।
আমি:সেটাও অবিশ্যি ঠিক। অত চট করে অত গরম পড়বে না
বস:তবে বলা তো যায় না..
আমি: ঠিক, বলা তো যায় না..
বস: ভাবছি আরও একটা এসি কিনবো এবার।
আমি: তবে আমিও একটা কুলার কিনবো ভাবছি।
বস:কেন ভাবছো?
আমি: সত্যি তো, কেন ভাবছি..
বস: ভেবো না বেশি
আমি: বটেই তো
বস: আজ কী বার যেনো?
আমি: বিষ্যুদ
বস: শনি হলে জমে যেত
আমি: ক্ষীর হয়ে যেত
বস: কেনো? ক্ষীর কেনো বলছো?
আমি: জমে যেত বললেন যে?
বস: আইস-ক্রিম কী জমে না?
আমি: বটেই তো, আইস-ক্রিম।
বস: ওই তোমার এক দোষ, খালি মুখে মুখে তক্ক
আমি: বটেই তো
বস: শুধরে ফেলো, চটপট
আমি:আলবাত, immediately!
বস: আজ কী তারিখ যেনো?
আমি: উনিশে মার্চ
বস: হুম, দ্যাখো, মার্চ শেষ হতে চললো, অথচ এখনো সন্ধ্যের হাওয়ায় বেশ ঠান্ডা আমেজ আছে..
আমি: বটেই তো


ইত্যাদি, ইত্যাদি 

No comments: