বঙ্গ হিন্দির মত সুমিষ্ট চাবুক ভূ-ভারতে বিরল। এক দিন কোলকাতায় কাটিয়ে এলাম। হৃদয়-বদ্ধ করে আনলাম কিছু আণবিক বঙ্গ-হিন্দির টুকরো; বাস-ট্রাম-ফুটপাথ-অফিস; যাবতীয় উত্স হতে। যত্ন করে টুকে রাখলাম ব্লগে। ভাষা-সোনা এক্কেবারে!
-“ বেয়ারা, তুমকো কতবার বলা হ্যায় চায়ের কাপ কানায় কানায় ভরকে চা নাহি দেনে কো! চলকে টেবিল মে পরকে গন্দা কর দেতা হে”
-“সর্দারজি, কেতনা দিন সে ট্যাক্সি চালাতা হ্যায় তুম?”
-“আরে লাখোটিয়াজি, এই ফোনে আওয়াজ কাট-কাট জাতা হ্যায়!আমি রাখতা হ্যায়, আপ রিটার্ণ কল কিজিয়ে”
-“ইতনা প্রশান (প্রশ্ন) করতা হ্যায় আপলোগ কী হাম অসুবিস্থা মে আ যাতা হ্যায়”
-“লেডিজ বয়ঠেগা, ও মশায়, থোড়া সিটের ডান দিকে শিফ্ট করনা!”
-“টাইম পে আয়া আপ অগ্রবাল-জি,আমি এইমাত্র বেরো রাহা থা অফিস সে”
-“থ্যাঙ্ক ইউ স্যার, আজ হাম আতা হ্যায়, কাল ফিন আয়েগা”
2 comments:
Tum to pura chomotkaar likhta hai iye probondh..Porke darun moja aaya !! :-)
Tum to ekkebare chomotkaar likhta hai..tumara ye probondho porke humko mon me prochondo khusi haya ... :D
Post a Comment