নিউ ইয়ার ইজ হিয়ার। সামগ্রিক ভাবে উত্তেজিত। না, রাতে অফিস পার্টিতে মাগনা-মদের ফোয়ারা ছুটবে বলে নয়, রিসলিউশণের সময় চলে এসেছে বলে। নতুন বছরে অমুক-পণ, তমুক-পণ করে নিজের কলজেটাকে চাঙ্গা রাখাটা বিশেষ জরুরী। তাছাড়া আজকাল নিউ ইয়ার রিজলিউশন ব্যাপারটা বেশ চলতি, এক-দুটো বাজারে না ছাড়তে পারলে লোকে ভাববে উলুবেড়িয়া থেকে লুঙ্গি পড়ে এসেছে বোধ হয়।
তবে ব্যাপারটা আমি বেশ সিরিয়াসলি নিচ্ছি। স্পষ্ট একট লিষ্টি-সৃষ্টি করেছি; ২০১৩ জুড়ে কী করিবো; কী করিবো না :
কি করবো :
১। মাসে দুটো করে বিদেশী লেখকের বই কিনবো। একা রবীন্দ্রনাথকে দিয়ে আর আর স্টেটাস স্টেবেল করা যাচ্ছে না।শুধু সুনীল-শীর্ষেন্দুর বইতে, ড্রয়িঙ রুমের শো-কেসটা কেমন একটা কেমন ম্যান্তা-মারা
ভেতো ইমেজ প্রোজেক্ট করে চলেছে। ডিসগাস্টিং।
২। এ বছর অন্তত তিনটে মোমবাতি-মিছিলে নামবোই। সোশ্যাল ইমেজে ফোকাস বাড়াতেই হচ্ছে আগামী বছর। অফিসের পরমা, নন্দিতাদের
কাছে ব্যাপারটা মোস্ট এপিলিং হবে।
৩। কমলালেবু ফ্লেভারের ইসবগুল চেখে দেখবো । ব্যক্তিগত জীবনে একটা নতুন কিছু করা চাই তো।
কি করবো না:
১। জিমে বা যোগাসন ক্লাসে ভর্তি হওয়া চলবে না। টাকাটা খালাসীটোলা উন্নয়ন ট্রাস্টে দান করবো, তাও সই। কিন্তু ওসব শরীর চর্চা-মূলক ভাঁওতা আর নয়।
২। বউ’য়ের সঙ্গে তর্ক। নেভার। কাভি নহী। কিছুতেই না। যুক্তি দিলে ঝাড়, গলা উঁচু করলে কান্না, রিপার্টি দিলে ফেমিনিষ্ট হুমকি! ধুর ধুর। ফালতু চেষ্টা; এমন নাকালও হওয়া ২০১৩ থেকে বন্ধ। মতান্তরে ঘাপটি মেরে মনমোহন সেজে থাকাই শ্রেষ্ঠ বুদ্ধি।
৩। বড় হাওয়াটা শুধু সেভিং-ব্লেড আঁকড়েই রয়ে গ্যালো।পাল্টাতে হবে ;অতএব - আচমকা অন্ধকার হলেই মনে মনে “মা কই, মা কই” বলে রিফ্লেক্সে হাহাকার করে উঠবো না। না।না।
No comments:
Post a Comment