“অল্প শীতে হাফ সোয়েটার
এবং দড়াম শীতে ফুল। ভারী অপরূপ যুক্তি। অর্থাত্ অল্প শীত আমাদের হাত দুটো
টের পায় না, শুধু বুক টের পায়। এ দুই
হাতের শীতানুভূতি কী ভীষণ ভাবে কম ? বাহা
যুক্তি।
শুধু হৃদয় বাঁচালেই হবে ? বাইসেপ’য়ে কী ইমোসন নেই ? ট্রাইসেপ কী অভিমান-হীন ?এমন সপাট কব্জির কী ঠান্ডায় ককিয়ে
উঠতে নেই ? কনুই মানেই কী বেওয়ারিস আঁকশি ? বুক-পিঠ মুড়ে রেখে, হাত’কে নভেম্বরের হাতে অসহায় ছেড়ে দিতে
আমাদের একটুও বাঁধে না ? সেই কবে ডিসেম্বরে শীত
কড়া হবে বাংলায়, তবে গিয়ে হাফ-সোয়েটার’য়ের পালা চুকে ফুল-সোয়েটার এসে
হাতের জান বাঁচাবে ।
নিজেকে জগন্নাথ করে রাখার এই মন-বৃত্তি আমাদের কাঁটিয়ে
উঠতে হবে। বাঁচতে হবে। সোয়েটার হবে তো ফুল নয়তো হবে না। গ্রিটিংস কার্ডের মতই, হাফ-সোয়েটার একটি ফ্যাশন-ব্যবসার ইনডাষ্ট্রীয়াল
ভাঁওতা মাত্র ”
- - শ্রী শ্রী ছোটমামা কথিত ( কেন তিনি হাফ-সোয়েটার পড়েন না; এ প্রশ্নের উত্তর দিতে।
জন-স্বার্থে ব্লগে টুকে রাখা হলো )
1 comment:
khub sundor...
Post a Comment