Friday, January 4, 2013

আসুন, ঢেকে ফেলি

আমরা ভারতীয়জিনিষ-পত্তর আমরা সযত্নে ঢেকে রাখি; আগলে রাখি; চির-নতুন করে রাখি।

আমরা ফ্রিজ ঢাকি কভারে; ওয়াশিং মেশিন, এমন কী মাইক্রোওয়েভ যন্ত্র ঢেকে রাখি নরম কাপড়ে। আহা দামি জিনিষ সমস্ত, যেন ধুলো না বসে গায়ে
ডাইনিং টেবিলের গায়ে পাতা বাহারি টেবিল ক্লথ এবং সেই বাহারি ক্লথ বাঁচাতে তার ওপর পাতা স্বচ্ছ প্লাস্টিক মোড়ক।
নতুন মোবাইল ? স্ক্রীন-গার্ড আঁচড় বাঁচতে, ব্যাক-কভার মোবাইলের রঙ বাঁচাতে।
ট্যাবলেটও একই কেস। এবং আমরা মোবাইল-কভারেও গ্যারেন্টি খুঁজি।
বইয়ের মলাট থেকে ল্যামিনেট করা ড্রাইভিং লাইসেন্স; ঢেকে রাখা মানে আদরে থাকা; ভালো থাকা।

**

আমদের মিসাইল-সিদ্ধিলাভের দেশে, গণতন্ত্রের পীঠস্থানে, জওয়ান-কিষান-বিজ্ঞানের স্বপ্নলোকে; দু বছরে ছোট্ট জিয়াকে একটি এমবুলেন্স বয়ে নিয়ে যাচ্ছিলো; মধ্যপ্রদেশের ধরয়ে। শ্বাসকষ্টে ছটফট করা ছোট্টমেয়েটিকে হাসপাতালে নিয়ে যাওয়ার কথা ছিলো। ছোট্ট জিয়া হাসপাতাল পৌছতে পারেনি। কারণ এবুলেন্সে যে অক্সিজেন সিলিন্ডারটির জিয়াকে শ্বাস যোগাবার কথা ছিলো; সেটি আচমকা ভাড়ার-শূন্য হয়ে পড়ে। অক্সিজেন সরবরাহ বন্ধ হওয়ায়, জিয়া শ্বাস বন্ধ হয়ে মারা যায়। (খবরটি এইখানে)

এবার আমাদের লজ্জা ঢেকে ফেলবার সময়  আমাদের লজ্জাকে ঢেকে ফেলি।আসুন দোস্তলোগআমরাএই মহান দেশের সহ-নাগরিকরা; উটপাখির সহজ পাগলামীতে মুখ ঢাকি বালির গর্ত্তে।
আসুন, আমরা যারা লজ্জা ঢেকে ফেলে লজ্জা খতম করতে চাই; তারা আরো একটু ভালো থাকি।     
  
  

No comments: