মন দিয়ে কম্পিউটারে হিসেব করে চলেছি। পৃথিবী ভ্যানিস হয়ে গ্যাছে চোখের সামনে থেকে। শুধু মাইক্রোসফ্ট-এক্সেলের কারিকুরি আর কী-বোর্ডে আঙ্গুলের খট
খট। মুণ্ডু স্থির-শুধু চোখের এপাশ-ওপাশ। তিরিং-তিরিং করে এক স্প্রেডসীট থেকে অন্যতে ছুটে চলেছে কারসর, ফর্মুলার ভেলকি ছুটছে
সমস্ত এক্সেলিও খোপে। মগজ মনসংযোগের চোটে অবশ হয়ে
আসছে। আমি অর্জুন, ওই এক্সেল ফাইল আমার পাখির চোখ! উত্তেজনা।
এ সব সময়ে,এই প্রবল নিরবিচ্ছিন্ন ফোকাস কে এদিক
হতে দেওয়া যায় না।
চাপরাসি চা নিয়ে এলো – “ সাহাব, চায়”
আমি তো আগুন : “চায় চায় করে উদ্ধার করেগা ? দেখতা নাহি ব্যস্ত হ্যায় ? ভাগ”
পিওন ফাইল নিয়ে এলো – “ একটা সই দরকার ছিলো স্যার”
ডিসগাস্টিং। “ এইটাই তোমার সময় হলো ফাইল আনার ? ইউসলেস ফেলো কোথাকার!”
হেড-ক্লার্ক একটা প্রশ্ন নিয়ে এলো – “ মুখার্জীদা, এই স্টেটমেন্ট একটু আবার দেখুন তো...”
অসহ্য। গর্জে উঠতে হলো
“ আচ্ছা আমি কী একটু যত্ন করে কাজ করতে পারবো না ?কিসের স্টেটমেন্ট ? নাউ
ইজ নট দ্য টাইম!”
সহকর্মী এক গাল হেসে উঁকি দিয়ে গেলেন – “ কী ব্যাপার হে, ভারী ব্যস্ত। বিশেষ কিছু ?”
মাথায় বিস্ফোরণ; “ হ্যাঁ, বিশেষ কিছু বলতে আমার চোদ্দ পুরুষের শ্রাদ্ধ। আর কিছু?”
বউ’য়ের ফোন-ডাক বেজে উঠলো মোবাইলে। বিরক্তি নিয়ে ফোন তুলে বললাম “ অফিসে আমি কতটা ব্যস্ত জানো ?এরকম সময়ে অসময়ে আমার বিরক্ত করতে
কতবার বারণ করেছি হ্যাঁ? যত্তসব!”
কাজের হালুয়া পাকাতে এরপর এলেন অন্য কেউ। নীহারিকা, সদ্যাগতা সহকর্মী। তন্বী, আধুনিকা, পশ্চিম পোশাকের উন্মুক্ত-তম মতবাদে বিশ্বাসী , মায়াবী
স্কচ-মার্কা কণ্ঠস্বর; এক মুঠো সবুজ হাওয়া, এক পশলা বৃষ্টি।
নীহারিকা কেরোসিনে-দেশলাই কন্ঠে বললে “ মিস্টার মুখার্জী, আপনি কী খুব ব্যস্ত ?
আসলে আমার মোবাইলটা হাত থেকে পড়ে দিয়ে টেবিলের তলায় ঢুকে গ্যাছে, আমার স্কার্ট কী ভীষণ টাইট কী বলবো, কিছুতেই নিচু হতে
পারছি না। পিওন’টাও যে কোথায় গ্যালো দেখতে পারছি
না। প্লিজ আমার ফোন টা বের করতে হেল্প করুন না। করুন না। প্লিজ”
কম্পিউটার থেকে চোখ তুললাম। মাথায় হালকা ঝিম-ঝিম ।
মুখ দিয়ে সরাত্ ভাষা বেরিয়ে এলো; “ ব্যস্ত ? আরে না না, একদম না। তা ছাড়া সব সময় কী অমন কাজ কাজ করে অবসেসড থাকলে
চলে ? মোটেই না। প্লিজ আপনি চিন্তা করবেন না। কই দেখি কোথায় গ্যালো আপনার বেলেল্লা মোবাইল”
বলে প্রায় হাফ-দৌড়ে নীহারিকার টেবিলের কাছে গিয়ে সটান সেধিয়ে
গেলাম তার টেবিলের নীচে।
No comments:
Post a Comment