প্রেম করলেই হলো ? হু উইল হ্যান্ডেল দ্য পূর্বরাগ
গবেট ?
তারপর একই ইয়ার-ফোনের দুই প্রান্তে দুই জাতের দুইটি
কানের মিলন; এফ এমে কাল্পনিক গাছতলার গান, কাদা আর প্যাচপ্যাচে আষাঢ়ে গরম মিলে গপ্পিয়ে রোম্যান্স।
তারপর রয়েছে আধো-সোহাগ, নরম-আদর। কান কামড়ানো আব্দার,
দেলখোসার কেবিন-ঘর।
এরপর ? এরপর মনে রাখুন ;
এরপর ? এরপর মনে রাখুন ;
প্রেম করেই যদি ইনসান খালাস হতে পারতো তবে খোদা
নিশ্চিন্তে শ্রদ্ধানন্দ পার্কে বসে পাঁচ টাকার চানাচুর মিক্সচার খেয়ে দুপুর
কাটাতেন। লাভ-মেকিং বিনে প্রেম করা পূর্ণ হবে কি প্রকারে জনাব ?
এত সবের মাঝেই এক ড্রপ বেমালুম চোনা – বিয়ে।
তারপর পূর্বরাগের ধনুষ্টঙ্কার, প্রেমের আমসি, রোম্যান্সের
নাভিশ্বাস, সোহাগের চুলকুনি, আদরের ইস্তিরি আর লাভ মেকিং’ইয়ের
হোম-ওয়ার্ক।
No comments:
Post a Comment