আসুন স্যার।
বসুন স্যার।
বলুন স্যার।
আমি কি করতে পারি স্যার।
আপনি বললে আমি সব করতে পারি স্যার।
আমায় এক বার বলেই দেখুন না স্যার।
আপনি মুখ দিয়ে একবার বলেছেন, এ না হয়ে পারে স্যার ?
আমার জান কবুল স্যার।
---
আসবো স্যার ?
বসবো স্যার ?
বলবো স্যার ?
আমার ভারী দুর্দশা স্যার।
আমায় একটু দয়া করবেন স্যার।
আমায় এ যাত্রা বাঁচিয়ে দিন স্যার।
অমন ভাবে বলবেন না স্যার।
আপনি না দেখলে আমি কোথায় যাব স্যার।
আপনি এমনটা করতে পারলেন স্যার ?
--
অতি স্যার-বাজি অতি সরেস ফাঁসির ইন্তেজাম।
1 comment:
Kya baat hai sir. Ekhom theek bolechen :-) (Sue)
Post a Comment