নিজের ওজন বুঝে
নেওয়া উচিৎ সকলের। সরি স্যার। ওজন বলতে ভুঁড়ি বা মানিব্যাগের পরিধি মাপতে বলছি না।
মেজাজের গভীরতা দিকে নজর দিচ্ছি।
গুরুজনেরা বলে গেছেন
যে মেজাজটাই আসল রাজা। মেজাজ গড়বড়ে হলে, পকেটে টু পাইস্ থাকলেও আপনার ইচ্ছে করবে এইবেলা
এলুমিনিয়ামের বাটি হাতে খানিক ভিক্ষে করে আসি। কাজেই মেজাজকে খোকার হাতের মোয়া করে
রাখার বিশেষ প্রয়োজন।
মুস্কিল হচ্ছে,
মেজাজ মাপার যন্ত্র বলতে কিছু নেই। নিজের মেজাজটা যে রাজকীয় না এলেবেলে;সেটা না বুঝলে চলবে কেন। তবে,
ইয়ে...উপায় আছে। মেজাজকে আঁক মেপে চিনে নেওয়ার উপায় আছে। কি ভাবে ? তা বলতেই এ
পোস্টের পাঁয়তারা।
মেজাজ মাপার একটা জলবৎ-তরলং উপায় হল অতি সহজ প্রশ্নের উত্তর দেওয়া –
“ আপনার এখন কি ভাবে স্নান করতে ইচ্ছে করছে ?