বৃষ্টির ব্যাপারে
কবিতা লিখে আর গান বেঁধেই যেন সব্বার দায়িত্ব খালাস। বৃষ্টিতে ভেজার বেলায় শুধু রবিনা
ট্যান্ডন। বৃষ্টির ছাঁট সামান্য গায়ে এসে
পড়েছে কি আঁতকে ওঠা শুরু। জামা কাপড় বিগড়ে যাওয়া, অসময়ে জ্বর; এমন হাজার চিন্তা
মানুষের মনে।
বৃষ্টির উৎপাত
এড়াতে মানুষের কত ফন্দি ফিকির।
কেউ বানালেন ছাদ।
কেউ বুদ্ধি করে
আবিষ্কার করে ফেললেন ছাতা।
তৈরি হল হাই-ড্রেন।
তবে বৃষ্টি আটকানোর এই দুর্বুদ্ধিগুলোর একটাও কিন্তু বাঙালির আবিষ্কার নয়।
বৃষ্টিকে বাঙালি সামাল দিয়েছে গাঙ্গুলিও-কভার ড্রাইভের কেতায়।
বাঙালি বৃষ্টিকে আপন করে নিয়েছেন বহুবিধ মায়াবী অস্ত্রে;
-
খিচুড়িতে
-
ফুলুরিতে
-
ইলিশে
-
“কোমরের ব্যথাটা রিল্যাপ্স করেছে
স্যার, আজ অফিস আসতে পারছি না” মূলক ছুটিতে।
যে বাঙালি দৈনিক সংসার ও অফিসের যৌথ রগড়ানিতে নিয়মিত চিমসে
যাচ্ছেন, বৃষ্টির সন্ধ্যেয় তার মেজাজেও রয়েল বেঙ্গলি হালুমের ছাপ এসে যায় এবং আলেকজ্যান্ডারি
কেতা নিয়ে তিনি পেঁয়াজি ও রবীন্দ্রনাথে
ঝাঁপিয়ে পড়েন।
No comments:
Post a Comment