Wednesday, June 18, 2014

খুচরো সিরিজ : Definitions-পর্ব ১


সত্য


চুমুর ওপরে ইলিশ সত্য তাহার ওপরে নাই।

ভালো থাকা



-    ভালো আছেন ?
-    এ সিজনে ইলিশের দামে ড্রাসটিক ফল’য়ের কোনও চান্স আছে কি ?

নাগরিক


আমার নাম অনিন্দ্য ভোটচৌধুরী। আমার বউয়ের নাম মিতা ভোটচৌধুরী। আমার ছেলের নাম পাপাই ভোটচৌধুরী। আমার দুনিয়ার নাম ডেমোক্রেসি।আমার ভগবানের নাম নেতা।

আদর


বদমাশ শব্দটা অত্যন্ত চাঁচাছোলা। বদমাইশ বললে আদরটা স্পষ্ট হয়ে ফুটে ওঠে।

মনের মতন


তুমি আমার মনের মতন। তুমি আমার মনের Mutton

নদীর ওপার


Marital Status is the most poetic manifestation of the proverbial নদীর ওপার”।

নেশা


মদ ঠিক মত চিনতে পারলে বোতল আঁকড়ে পড়ে থাকতে হবে না নেশার আশায়। যেমন শিঙাড়ার গেলাসে ফুলকপির মদ। আহা।

আরাম



বাংলায় লিখতে কী ভালোই যে লাগে। চটকে ভাত মেখে খাওয়ার যে আরাম...ঠিক তেমন।

স্লোগান


হও নিরামিষে ধীর, হও কাবাবেতে বীর

প্রেম


যদি Laugh দিলে না প্রাণে, তবে Love দিয়ে কোন ভ্যারেণ্ডা ভাজবো শুনি ?

সাফল্য



ডিসেম্বরের দুপুরে...
ভিক্টোরিয়ার ঘাসে বসে...
যদি স্টিলের টিফিন বাক্স খুলে লুচি-আলুভাজা-সন্দেশ নাই খেলেন, তবে আর এ জীবনে করলেন কী!

কলকাতা


 Results are out. He has failed in Mathematics. And He has just received his first Love Letter. On one such afternoon, God conceptualized Kolkata.



আরোগ্য


Time heals. But not as beautifully as বিকেলের বৃষ্টি। 

2 comments:

Arindam Pal said...

uff.. chumu... chumu!!

Arindam Pal said...

ufff.. chumu chumu!!