Monday, September 15, 2014

পিতা, পুত্র, পুজো

-বাবা,ওটা কি?

-ত্রিশূল


-ত্রিশূল কেন বলে?


-তিনটে ফলা আছে বলে


-ওটা দিয়ে কি হয়?



-অসুর খুন

-কি করে খুন হয়?

-মানে...তবে রে ব্যাটাচ্ছেল...ফের শুরু করেছিস! আমি যদি জিজ্ঞেস করি তোর কটা জামা হয়েছে এবার? কে কে দিলে? কোনটা কেমন দেখতে? 
কোনটা কবে পরবি??

-সরি,সরি, সরি। আরে জিজ্ঞেস করব না।

-বাপ কে ঘাঁটাস না ফিউচারে।


***

-কে রুরু?

-বাবা

-ফোনে আওয়াজ ঠিক মত আসছে না...হ্যালো

-বাবা...এবার শুনতে পাচ্ছ?

-হ্যাঁ হ্যাঁ, ক্লিয়ার, বল

-বাবা, এবার পুজোয় আসা হবে না

-হ্যাঁ ?

-বলছি এবার পুজোয় বাড়ি আসা হবে না...অফিসের যা প্রেশার, তাছাড়া তোমার বৌমার...

-ইয়ে রুরু, ফোনে ফের গণ্ডগোল,পরে ফোন কর বরং...

-পরে কখন ?

-পুজোর পরে।

No comments: