Thursday, October 9, 2014

পুজোর আট - ২০১৪

-   মহালয়া কি ডাইরেক্ট ক্যাচ করবেন বলে ঠিক করেছেন মিত্রবাবু?
-   কেন ?
-   না মানে অফিস রয়েছে কি না, অত ভোরে উঠলে আবার গোটা দিন গা-ম্যাজম্যাজ...বেলা বাড়লে বরং...আজকাল তো মহালয়ার সিডি পাওয়া যাচ্ছে
-   শুনুন মশাই, বাসি মহালয়া ইজ লাইক চালানি কাতলার ট্যালট্যালে ঝোল অমৃত আমার রুচবে না ভদ্রবাবু কাক ভোরে মেরুদণ্ডে পালক বুলিয়ে দেবেন, তবেই না থ্রিল

-   পুজোয় আমার আবার একটু বেড়িয়ে না আসলে চলে না মনটা আঁকুপাঁকু করে পাহাড়, সমুদ্র বা জঙ্গল নিদেন পক্ষে বোলপুরে গিয়ে চার দিন তা না হলে আমার চলে না, বুঝলেন কী না আপনার বোধ হয় তেমন বাতিক নেই, তাই না?
-   আমি ? পুজোয় আমার সমুদ্দুর বলতে খিচুড়ির বালতি, পাহাড় বলতে দুপুরের জগদ্দল ঘুম আর জঙ্গল বলতে পাড়ার মণ্ডপের ভিড়

-   ভলেন্টিয়ার-দাদা, প্রসাদ পেলাম না যে...
-   আরে তো ডেমো প্রসাদ, না পেলে ক্ষতি কি?
-   ডেমো-প্রসাদ ? রিয়েল কোনটা ভাই ?
-   রিয়েল পুজো আড্ডায়, ডেমোটি মণ্ডপে ডেমো প্রসাদ মণ্ডপে আর রিয়েল প্রসাদ ? পিটার ক্যাট বা আরসালানে চাপ নেবেন না
 
-   ইয়ে, আমি অভ্র
-   আমি কি তোমার নাম জিজ্ঞেস করেছি ?
-   না মানে বলছি এমনি ফর জেনেরাল নলেজ
-   ছিঃ, তোমার নাম কি বলিভিয়ার ক্যাপিটাল না খাদ্যমন্ত্রী যে জানলে আমার জেনারেল নলেজ বাড়বে? আর তাছাড়া কথা নেই বার্তা নেই পুজো মণ্ডপের ভিড়ে, গায়ে পড়ে, একটা অচেনা মেয়ের নাম জিজ্ঞেস করতে লজ্জা করে না?
-   মা, অচেনা কোথায় আগে থেকেই চেনা তো আগেই আলাপ হয়েছে তো...আপনিও কথা বলেছেন আমার সাথে...
-   মানে ? কবে হল আলাপ ? আমি কবে কথা বললাম ?
-    বা রে গতকাল ম্যাডক্স স্কোয়ারে দেখা হল আপনি বললেনএক্সকিউজ মি, একটু সাইড দিনআর আমি বললামনিশ্চয়ই

-   মেজদা, মেজদা
-   তখন থেকে ক্যাঁকক্যাঁক করছিস কেন
-   জেলুসিল আছে? তিনটে ডাব্ চিকেন রোল বড্ড বাড়াবাড়ি হয়ে গেছে গো পেটে-বুকে কেমন করছে...
-   জেলুসিল নেই তবে এক প্লেট বাড়তি কিমা ঘুগনি রয়েছে চলবে?
-   চলবে বিটনুন ছড়ানো রয়েছে তো?

-   আচ্ছা, পুজো ভ্রমণে আপনার মেইন ফোকাস কোথায় থাকে ? প্যান্ডেলে না প্রতিমায় ?
-   আমার ফোকাস ? মেনু কার্ডে

-   বিলু, তুই পড়তে বসেছিস?
-   স্কুলের হোমওয়ার্ক আছে বাবা
-   পুজোর ছুটিতে হোমওয়ার্ক ? তোর স্কুলকে আমি রাস্টিকেট করবো...
-   আরে কি পাগলামি হচ্ছে বাবা...
-   পাগলামি? ক্লাস সিক্সের পুচকে ছিঁচকে তুই আমায় পাগল বলিস? তুই পাগল তোর বাপ পাগল না হলে কেউ সপ্তমীর দিন দুপুরে পড়তে বসে ?
-   তাহলে সপ্তমীর দুপুরে কি করা উচিৎ?
-   বন্ধুদের সাথে ফালতু গল্প করবি ছাদে বসে গল্পের বই পড়বি মোট কথা বাড়িতে বসে থাকবি না কেন বাড়িতে বসে আছিস বল তো বিলু ?
-   মা বারণ করেছে তুমি কেন বাড়িতে বসে আছো বাবা ?
-   চুপ ডেঁপো ছেলে পড়া বাদ দিয়ে গল্প করা? মন দিয়ে পড়...আমি আসি...
-   বাবা প্লীজ বল না...তুমি বাড়িতে আছ কেন?
-   তোর ঠাকুমা আমার মা বারণ করেছে দুপুর রোদে বেরোতে প্লীজ কাউকে বলিস না বিলু

-   আপনার কি দশমীর সিদ্ধি টেস্ট করা আছে?
-   আছে
-   স্বাদ?
-   চাঁদের মত স্বপ্নালু
-   বলছেন?
-   ট্রাই করবেন নাকি ?
-   ছেলেবেলার স্বপ্ন মশাই, আর্মস্ট্রং হব এই সুযোগ
-   স্মল চুমুক ফর ইউ ম্যান...
-   জায়ান্ট স্টেপ ফর হৃদয়...

No comments: