- কই হে খাজাঞ্চী, এবার শেষ হিসেবটা মিলিয়ে নি। দেখ। আমি
লিস্টি ধরে বলে যাচ্ছি। তুমি টিক মেরে যেও। কেমন?
- যে আজ্ঞে।
- জল দিয়েছি?
- দিয়েছেন আজ্ঞে। টিক।
- বাতাস দিয়েছি?
- দিয়েছেন আজ্ঞে। টিক।
- বাঃ। মাটি? মাটি দিয়েছি?
- হুঁ। রোদের ব্যবস্থাটা রেখেছি না ভুলে মেরে দিয়েছি
খাজাঞ্চী?
- রেখেছেন আজ্ঞে। টিক।
- বাঃ বাঃ। মরসুম দিয়ে দিয়েছি?
- যে আজ্ঞে। টিক।
- পাহাড়? মাথায় বরফ? গায়ে নীল?
- টিক। রয়েছে আজ্ঞে।
- মরুভূমি?
- আজ্ঞে। টিক।
- গাছপালা ঠিকঠাক রয়েছে? ভালো করে দেখে নাও খাজাঞ্চী!
- রয়েছে বই কি। রকমারি। টিক।
- জংলি জানোয়ার? ন্যাজওলা ? বিটকেল? উটকো?
- সব রয়েছে।টিক।
- বাঃ বাঃ বাঃ বাঃ খাজাঞ্চী। সমস্তই তো তৈয়ার দেখছি। বাঃ বাঃ
বাঃ। তবে নামিয়ে দেই? হ্যাঁ ? কী বল? আর বিলম্ব কেন?
- হ্যাঁ। সমস্তই আজ্ঞে। মানে প্রায় তৈরি আর কী।
- প্রায় কেন? খাজাঞ্চী? প্রায় কেন? কিছু কী রয়েছে বাকি? সব
টিক পড়েনি?
- মানে। কত্তা। ছোট মুখে বড় কথা দু’টো বলি।
- বল। বল খাজাঞ্চী। কোন টিক বাকি রইলো?
- না মানে। সমস্ত সুন্দরে ভরে দিলেন কত্তা। আজ্ঞে, মানে। সুন্দর
সুন্দর করে কেত্তন গেয়ে চললেই হবে কত্তা? ঢ্যামনা না থাকলে খেল জমবে?
- তাই তো। তাই তো। গেঁয়ো ভুতের মত কাজ হয়ে যাচ্ছিল হে
খাজাঞ্চী। এই দিলাম দুই বিষ ফোঁটা, মানুষ আর সভ্যতা। কী, ঠিক করেছি তো খাজাঞ্চী?
- খিক খিক খিক খিক। আপনার রসবোধ কত্তা। তার কী তুলনা হয়। খিক
খিক খিক। এই মারলুম শেষ টিক।
2 comments:
amar Biswas thik emoni hoyechilo sedin...
Darun bhabna
Post a Comment