-আজকে আমার তোকে প্রোপোজ করার কথা।
-তাহলে ভাবছিস কী। করে ফেল।
-ওকে। প্লীজ তুই ডায়েট আর সেদ্ধ-সেদ্ধ আহাম্মকি ছেড়ে সর্ষের তেলে শিফ্ট কর।
-তোমার মত একটা বেকার ছেলে ডাকলেই আমি ড্যাং ড্যাং করে চলে আসবো?
-দারুণ।
-অমন দায়া সারা ভাবে না। ঠিক করে বলে।
-দারুণ। মাইরি।
-ভালো করে দেখে বলো। মেকআপে স্পেশাল কী করেছি বল তো সোনা?
-তাহলে ভাবছিস কী। করে ফেল।
-ওকে। প্লীজ তুই ডায়েট আর সেদ্ধ-সেদ্ধ আহাম্মকি ছেড়ে সর্ষের তেলে শিফ্ট কর।
***
-কাল তুমি আমার সঙ্গে দেখা করবে?
-তোমার মত একটা বেকার ছেলে ডাকলেই আমি ড্যাং ড্যাং করে চলে আসবো?
***
-এই আমায় কেমন দেখতে লাগছে বল তো?
-দারুণ।
-অমন দায়া সারা ভাবে না। ঠিক করে বলে।
-দারুণ। মাইরি।
-ভালো করে দেখে বলো। মেকআপে স্পেশাল কী করেছি বল তো সোনা?
-দাড়ি কেটেছ ডার্লিং ?
***
-সবই তো যাও ভুলে! আমায় প্রথম কী রঙের শাড়িতে দেখেছিলে মনে আছে হনুমান?
-আসলে সেদিন ল্যাজে এমন চুলকানি ছিল যে অন্য কিছু আর মনে রাখতে পারিনি।
-আসলে সেদিন ল্যাজে এমন চুলকানি ছিল যে অন্য কিছু আর মনে রাখতে পারিনি।
***
-আমরা মেয়েরা আসলে কী চাই জানো? অমিত রায়ের মত একজন কাউকে। সহজ, উদ্বেল, রোম্যান্টিক একটা হৃদয়।
-আর তোমাদের ধারণা আমরা ছেলেরা সর্বক্ষণ বন্যার বদলে ঝর্না খুঁজি, আর ঝর্নার তলে মন্দাকিনী, তাই তো?
-আর তোমাদের ধারণা আমরা ছেলেরা সর্বক্ষণ বন্যার বদলে ঝর্না খুঁজি, আর ঝর্নার তলে মন্দাকিনী, তাই তো?
1 comment:
খুব ভালো লাগলো...চলুক...বং পেন...
Post a Comment