Tuesday, January 13, 2015

কলকাতার মার্ফি


সবচেয়ে ছোট আলুর টুকরোটি পড়বে আপনার পাতের বিরিয়ানিতে।

তাড়াহুড়োর মাথায় নেওয়া ট্যাক্সিটা গোটা রাস্তা থমকে চলবে ট্রামের পিছনে।

কফি হাউসে আপনার টেবিল বাদে সমস্ত টেবিলে ওয়েটারদের নিয়মিত আনাগোনা।

গড়িয়াহাট ভরপুর টাটকা ইলিশে। খড়ের গাদা থেকে বেছে নেওয়া ছুঁচের খোঁচার মত বিস্বাদ কোল্ডস্টোরেজের পুরনো মালটি আপনার থলিতে।

ফিল্ম ফেস্টিভালে আপনি যে উটকো সিনেমাটি দেখার জন্যে বেছে নেবেন, তাতে ন্যুড সিন থাকবে না।

ভিড় মেট্রোয় দাঁড়িয়ে আপনি যে সিটটা আগলে রেখেছেন, সে সিটের ভদ্রলোক নামবেন সবার শেষে।

অটোয় সওয়ার হওয়ার আগেই খুচরো-পতন।

পাউরুটির এক দিকে মাখন। সে পাউরুটি রাস্তায় পড়ে গেল। ত্রিফলার আলোয় আপনি বুঝতে পারছেন না যে পাউরুটির মাখনের দিকটা রাস্তায় পড়েছে না অন্য দিক।

ফুচকার লাইনে আপনার আগের ব্যাচের ভদ্রলোক/ভদ্রমহিলারা সবচেয়ে বেশি ফুচকা খাবেন।

ফেলুদার ডিরেক্টর। 

সৌরভের দুঃখে নাইট রাইডার্স কে দুয়ো দিলে তারা জিতবে। ক্যালক্যাটা গর্বে তাদের হয়ে গলা ফাটালে তারা হারবে। 

শনিবার নবমী। রবিবার বিজয়া দশমী।

সিরাজে বসে মনে হয় "যে যাই, বলুক আরসেলানই সেরা"। আরসালানে বসে মনে হয় "সিরাজের জবাব নেই"।

চিকেন রোলের মধ্যের সবচেয়ে বড় চিকেনের টুকরোটা গড়িয়ে পড়বে রাস্তায়।

নলবনে হঠাৎ চেনা মুখ।

আপনি সিপিএমের সমর্থক হলে আপনার শ্বশুর তৃণমূল। আপনার শ্বশুর লাল হলে আপনি তৃণমূল।

বাবুঘাটের লঞ্চটা ছাড়বে তখন যখন আপনার হাতে সদ্য কাটা নিষ্পাপ টিকিট।


(ছবি পেয়েছি www.elixirofknowledge.com থেকে) 

4 comments:

Kuntala said...

"পাউরুটির এক দিকে মাখন। সে পাউরুটি রাস্তায় পড়ে গেল। ত্রিফলার আলোয় আপনি বুঝতে পারছেন না যে পাউরুটির মাখনের দিকটা রাস্তায় পড়েছে না অন্য দিক।"

http://en.wikipedia.org/wiki/Buttered_cat_paradox

Bongpen said...

Link ta durdanto KuntalaDi.

Na. Durdanto na. Saanghatik.

Unknown said...

feludar director ta bujhlam na!!

Unknown said...

eto ovishopto jibon!!! :O :(