খিস্তি বালিতে
বাদাম ভাজা নয়। চড়াত করে কেলটে কড়াইয়ের বালিতে ঢেলে দু’-পাঁচ মিনিট নেড়ে ডাঙায়
তুলে নিলেই হল। খিস্তিকে খেলাতে হবে। নুনে হলুদে মেখে ফেলে রাখতে হবে এক বেলা। তারপর ডুবো তেলে নরম আঁচে ফেলে খিস্তির রঙ রাঙা করে আনা। ঝাঁঝরির আলতো চাপে খেলিয়ে চলা,
তারপর ডাগর হলে গরম গরম পাতে তুলে আনা। খিস্তি পাখি নয় ঘুড়ি, সে নিজে থেকে ডানা
মেলে না; সে অন্যের সুতোর টানে ল্যাজ বাগিয়ে ওড়ে। তাকে ওড়াতে জানতে হয়। খিস্তিকে
অশ্লীল হতে হবেই এ দিব্য দেবে মধ্যমরা (অধম তারা যারা খিস্তিতে বিশ্বাস রাখেন না)।
উত্তমরা খেলবেন পরতে পরতে এবং তারাই খিস্তিকে নিয়ে যাবেন – “টু দ্য টপ, টু দ্য টপ, টু দ্য টপ”।
যথা?
বলি।
স্টুপিড নয়।
ইস্টুপিড।
ইস্টুপিড নয়। ইস্টুপিডের দল। ইস্টুপিডের দল নয়। ইস্টুপিডের দলের হোতা। ইস্টুপিডের
দলের হোতা নয়। ইস্টুপিডের দলের হোতার মাথার উকুন। ইস্টুপিডের দলের হোতার মাথার
উকুন নয়। ইস্টুপিডের দলের হোতার মাথার উকুনের গায়ের গন্ধ। ইস্টুপিডের দলের হোতার
মাথার উকুনের গায়ের গন্ধ নয়। ইস্টুপিডের দলের হোতার মাথার উকুনের গায়ের বোটকা
মানুষ মারা গন্ধ।
রাস্কেল নয়।
রাম রাস্কেল। রাম
রাস্কেল নয়। বাপে খ্যাদানো মায়ে তাড়ানো রাস্কেল। বাপে খ্যাদানো মায়ে তাড়ানো রাস্কেল নয়। মাকাল ফল
চেবানো বাপে খ্যাদানো মায়ে তাড়ানো রাস্কেল। মাকাল ফল চেবানো বাপে খ্যাদানো মায়ে
তাড়ানো রাস্কেল নয়। দাঁত ক্যালানো মাকাল ফল চেবানো বাপে খ্যাদানো মায়ে তাড়ানো
রাস্কেল।
হাভাতে নয়।
হাড় হাভাতে। হাড়
হাভাতে নয়। রাক্ষুসে হাড় হাভাতে। রাক্ষুসে হাড় হাভাতে নয়। গুষ্টি-গেলা রাক্ষুসে
হাড় হাভাতে। জলহস্তী-মার্কা গুষ্টি-গেলা রাক্ষুসে হাড় হাভাতে। জলহস্তী-মার্কা গুষ্টি-গেলা
রাক্ষুসে হাড় হাভাতে নয়। পেটরোগা মাথামোটা জলহস্তী-মার্কা গুষ্টি-গেলা রাক্ষুসে
হাড় হাভাতে।
ভীতু নয়।
ভয়ে ভীতু ছ’য়ে
ছাতু। ভয়ে ভীতু ছ’য়ে ছাতু নয়। ভয়ে ভীতু ছ’য়ে ছাতু, ডায়ে কাতু বাঁয়ে কুতু। ভয়ে ভীতু
ছ’য়ে ছাতু, ডায়ে কাতু বাঁয়ে কুতু নয়।ভয়ে ভীতু ছ’য়ে ছাতু, ডায়ে কাতু বাঁয়ে কুতু, কলজে
কাঙালের জুজু ঋতু।
ইডিয়ট নয়।
ইডিয়েট। ইডিয়েট
নয়। ইডিয়েটের ডিম। ইডিয়েটের ডিম নয়। ইডিয়েটের ডিমের অমলেট। ইডিয়েটের ডিমের অমলেট
নয়। ইডিয়েটের পচা ডিমের অমলেট। ইডিয়েটের পচা ডিমের অমলেট নয়। ইডিয়েটের পচা ডিমের
নুন ছাড়া অমলেট। ইডিয়েটের পচা ডিমের নুন ছাড়া অমলেট নয়। ইডিয়েটের পচা ডিমের নুন
ছাড়া মুলো দেওয়া অমলেট।
হনুমান নয়।
মুখ-পোড়া হনুমান।
মুখ-পোড়া হনুমান নয়। ন্যাজ-কাটা মুখ-পোড়া হনুমান। ন্যাজ-কাটা মুখ-পোড়া হনুমান নয়।
পেছন-লাল ন্যাজ-কাটা মুখ-পোড়া হনুমান। পেছন-লাল
ন্যাজ-কাটা মুখ-পোড়া হনুমান নয়। জিভে-বিছুটি পেছন-লাল ন্যাজ-কাটা মুখ-পোড়া হনুমান।
জিভে-বিছুটি পেছন-লাল ন্যাজ-কাটা মুখ-পোড়া হনুমান নয়। কানে-খোল জিভে-বিছুটি পেছন-লাল
ন্যাজ-কাটা মুখ-পোড়া হনুমান।
এভাবেই আর কী। এই
আর কি।
3 comments:
এতো দেখি সেই জনঅরণ্য সিনেমার মেমারি গেম খেলা।
জনঅরণ্য?
জনঅরণ্য?
Post a Comment