ভুলে গেলে চলবে
না আমরা নেতাজীর দেশের লোক।
সেই মত আমাদের
নিজেদের ভেঙ্গেচুরে নতুন ভাবে সাজিয়ে নিতে হবে।
নব আদর্শে, ইস্পাত
কঠিন শৌর্যে নিজেদের প্রকাশ করতে হবে।
ভুলে গেলে চলবে
না আমরা নেতাজীর দেশের লোক।
বিপদকে এড়িয়ে নয়,
বিপদকে পরাস্ত করে আমাদের আগুয়ান হতে হবে।
বৃহত্তর মঙ্গলের
স্বার্থে বন্ধুত্বের বাছবিচার আমাদের সাজে না।
প্রয়োজনে আমাদের আগুনে
ডিগবাজি খেতে হবে আর সমুদ্রে পায়চারী করতে হবে।
দুষ্ট দমনে বেশী
থিওরি কপচালে হবে না।
দ্রাবিড় হয়ে
থাকলে চলবে না, ভুললে চলবে না -আমরা নেতাজীর দেশের লোক।
দেশের মাটি
চ্যবনপ্রাশের মত, সেটা অন্তত আমাদের ভুলে যাওয়া সাজে না।
দেশের পোশাক
আমাদের পোশাক, দেশের ভালো আমাদের ভালো, দেশের যতকিছু-সেটুকুও তো আমাদেরই।
আফটার অল, আমরা
নেতাজী মুলায়ম সিং যাদবের দেশের লোক।
1 comment:
culminationটা দুর্দান্ত, দারুণ উপভোগ্য।
Post a Comment