Wednesday, May 27, 2015

খুচরো প্রেমের গল্প

তিথি দরজা খুলে দেখলে নিমু দাঁড়িয়ে। এদিকে ঘরের ভিতরে সমরের লাশ। তিথি নিমুকে জড়িয়ে ধরল।
ওদিকে নিমুর পিছনে দাঁড়িয়ে ঘাড় পছন্দ করছিল সমর।



**

থার্ড ক্লাসটা ছিল অডিটের।
দীপার নজর এড়িয়ে ওর খাতার ভাঁজে চিরকুট চালান করলে দেবু।

"তোকে লালে বেশ মানায়"।


খানিক পর দীপা সেটা দেখতে পেয়ে চিরকুটের পিছনে লিখে ফেরত পাঠালে;
"আজকেকে তো সাদা সালোয়ার, লাল দেখলি কই?"।

দেবু নতুন চিরকুট লিখলে "আমার পকেটে ছুরি, আর মনে এইটুকু ভিসুয়াল ক্ল্যারিটি থাকবে না?"।

**
প্রেমের গল্প - ৩
"আই লাভ ইউ স্যুইট হার্ট"....
এই বলে পাশবালিশটা জড়িয়ে ধরলেন ভূতোবাবু।
- আমি না হয় মোটা, তাই বলে নিজের প্রেমিকাকে পাশবালিশ বলে ডাকবে গো?
- আমি না হয় ভূত, তাই বলে নিজের প্রেমিককে ভূতোবাবু বলে ডাকবে গো?


**
সাদা ফুলকে ভয় পান সমরেশ। 
ওরা রাতে ফোটে। ঠিক যেমন ভাবে মাঝরাতে সাদা থান গায়ে নীলিমা বারান্দায় আস; সেরকম ভাবেই রাতের কালচে নিস্তব্ধতায় সাদা ফুলেরা ফোটে।

সাদা ফুলেদের মতই, নীলিমাকে দেখেও ভয় পান সমরেশ। কিন্তু এর কোন মানে হয় না। 
মানুষ হয়ে ফুলকে ভয়? 
বর হয়ে বউকে ভয়? 
ভূত হয়ে মানুষকে ভয়?


**
রাতে পৌনে দু'টো। একদিকে আকাশ গুমোট করা মেঘ। অন্যদিকে মে মাসের ভ্যাপসা গরম। একটুও হাওয়া নেই।
এক প্রেমিক আর তার প্রেমিকা; গায়ে গা লাগিয়ে লেপ্টে শুয়ে ছাদে। আমি তাদের মুগ্ধ হয়ে দেখি, তাদেরই পাশে বসে।
প্রেমিকটি আমার সদ্য খুলে রাখা ডান পায়ের হাওয়াই চটি, প্রেমিকাটি বাঁ পায়ের।

**
"দেশ, বন্ধু, পরিবার, সম্মান, যশ, নিজের জীবন; সমস্ত ভাসিয়েছি। কিন্তু একবারের জন্যেও অনিচ্ছুক তুমিকে জাপটে ধরতে যাইনি।
তবু বলবে সবটাই স্পর্ধা? প্রেম নেই এতটুকু?"

নির্বাক সীতাকে পিছনে ফেলে আত্মহত্যার যুদ্ধে গেলেন রাবণ।

1 comment:

Anonymous said...

Bhabte gele ramayan e rabaner choritrotai ekmatro soja sapta...aar sobai to sudhu cholona