১। ন্যাচ্রাল ফ্লেয়ার –
তিনটে আঙুলের ডগা ব্যবহার করে নিখুঁত ভাবে লুচি ছিঁড়ে আলুর দমে মাখিয়ে খেতে পারা।
২। ক্যারিস্মা –
অনামিকার পালক স্পর্শে লুচির ফুলকো বুকে আলতো চির তৈরি করে স্নেহের ধোঁয়া উড়িয়ে দিতে পারা।
৩। কুলনেস কোশেন্ট –
লুচি না গুনে একটানা খেয়ে যেতে পারা।
৪। এক্স ফ্যাক্টর –
আলুর দম/ছোলার ডাল/বেগুন ভাজা পেরিয়ে এসে; শেষ লুচিটা চিনির কাছে সাবমিট করতে পারা।
তিনটে আঙুলের ডগা ব্যবহার করে নিখুঁত ভাবে লুচি ছিঁড়ে আলুর দমে মাখিয়ে খেতে পারা।
২। ক্যারিস্মা –
অনামিকার পালক স্পর্শে লুচির ফুলকো বুকে আলতো চির তৈরি করে স্নেহের ধোঁয়া উড়িয়ে দিতে পারা।
৩। কুলনেস কোশেন্ট –
লুচি না গুনে একটানা খেয়ে যেতে পারা।
৪। এক্স ফ্যাক্টর –
আলুর দম/ছোলার ডাল/বেগুন ভাজা পেরিয়ে এসে; শেষ লুচিটা চিনির কাছে সাবমিট করতে পারা।
No comments:
Post a Comment