- হোয়াট ইজ দিস মুখার্জি?
- কেন? লিভ অ্যাপ্লিকেশন স্যার।
- কোয়ার্টার এন্ড রিভিউ চলছে, অ্যান্ড ইউ ওয়ান্ট লিভ? কেন?
- বৃষ্টি স্যার।
- তুমি আজকেই ঠিক করে নিচ্ছ যে কাল মুষলধারে বৃষ্টি হবে?
- না মানে ক'দিন ধরে যা চলছে। রোজ বৃষ্টি, এক্কেবারে কাঁথা গায়ে কফি ওয়েদার। এই ওয়েদারে একটানা অফিস করে ক্লান্ত স্যার। অতএব কাল আমি বৃষ্টিকে রেসপেক্ট জানিয়ে ছুটি নিচ্ছি।
- হাউ নাইস। হাউ রোম্যান্টিক অফ ইউ মুখার্জি। আমি ইম্প্রেস্ড। একটা ম্যাজিক দেখাই। দাঁড়াও। এই দ্যাখো। কী দেখলে?
- রাইট। ছিঁড়ে ফেললাম। এবার যাও; পে রোলে যে এরর্ গুল রয়েছে সেগুলোকে রিসল্ভ্ কর।
- ওকে। বেশ। কিন্তু পে রোলের আগে স্যার। আপনি আমায় ম্যাজিক দেখালেন। আমি আপনাকে একটা কবিতা পড়াই? আজ সকালেরই লেখা। প্লীজ পড়বেন?
- ইয়ার্কি করছ?
-প্লীজ স্যার। ছুটি তো চাইছি না। কবিতা পড়াতে চাইছি। এই যে, এইখানে লিখে এনেছি। প্লীজ। ছুটি পেলাম না যখন, এই
-তোমার মাথায় ছিট আছে। যাক গে। কী আগডুম বাগডুম কবিতা লিখেছ দেখি।
- এই যে স্যার।
- কেন? লিভ অ্যাপ্লিকেশন স্যার।
- কোয়ার্টার এন্ড রিভিউ চলছে, অ্যান্ড ইউ ওয়ান্ট লিভ? কেন?
- বৃষ্টি স্যার।
- তুমি আজকেই ঠিক করে নিচ্ছ যে কাল মুষলধারে বৃষ্টি হবে?
- না মানে ক'দিন ধরে যা চলছে। রোজ বৃষ্টি, এক্কেবারে কাঁথা গায়ে কফি ওয়েদার। এই ওয়েদারে একটানা অফিস করে ক্লান্ত স্যার। অতএব কাল আমি বৃষ্টিকে রেসপেক্ট জানিয়ে ছুটি নিচ্ছি।
- হাউ নাইস। হাউ রোম্যান্টিক অফ ইউ মুখার্জি। আমি ইম্প্রেস্ড। একটা ম্যাজিক দেখাই। দাঁড়াও। এই দ্যাখো। কী দেখলে?
- দেখলাম যে আপনি আমার ছুটির দরখাস্তটা ছিঁড়ে ফেললেন।
- রাইট। ছিঁড়ে ফেললাম। এবার যাও; পে রোলে যে এরর্ গুল রয়েছে সেগুলোকে রিসল্ভ্ কর।
- ওকে। বেশ। কিন্তু পে রোলের আগে স্যার। আপনি আমায় ম্যাজিক দেখালেন। আমি আপনাকে একটা কবিতা পড়াই? আজ সকালেরই লেখা। প্লীজ পড়বেন?
- ইয়ার্কি করছ?
-প্লীজ স্যার। ছুটি তো চাইছি না। কবিতা পড়াতে চাইছি। এই যে, এইখানে লিখে এনেছি। প্লীজ। ছুটি পেলাম না যখন, এই
কনসোলেশনটুকু রিফিউজ করবেন না প্লীজ।
-তোমার মাথায় ছিট আছে। যাক গে। কী আগডুম বাগডুম কবিতা লিখেছ দেখি।
- এই যে স্যার।
- এ কী! কবিতা কোথায়! অফার অফ রেসিগনেশন? হোয়াট দ্য...? তুমি কী আমায় ব্ল্যাকমেল করতে চাইছ?
- ব্ল্যাকমেল? এটা কবিতা নয়? কী বলছেন স্যার। এই মাপের কবিতা রবীন্দ্রনাথ এক পিস্ লিখতে পারলে ধন্য হয়ে যেতেন। স্যার, নোবেলটাই কী সব? চলি।
No comments:
Post a Comment