১
- অ্যাজ ইন, বিয়ে করতে চাস কি? যে ছেলে বিয়ে করতে চায় না, তার ভালোবাসা সম্বন্ধে আমি ভীষণ স্কেপটিক।
- পারলে করতাম।
- পারবি না কেন?
- তুই সুখী বিবাহিতা বলে। আমি হ্যাপিলি ম্যারেড বলে। পলিগ্যামি সোসাইটি খায় না বলে। আমি সোশ্যাল চাপ নিয়ে থাকি বলে।
- সোসাইটি খেলে করতিস? আমায় বিয়ে?
- ধুর, আর ভালোবাসতে ইচ্ছে করছে না।
- এগজ্যাক্টলি রে।
- এগজ্যাক্টলি কী?
- এগজ্যাক্টলি সে কারণেই আমিও তোকে ভালোবাসি। তুই দুম করে না-ভালোবাসায় মন দিতে পারিস বলে।
- তুই বেসিক্যালি একটা অখাদ্য মেয়ে।
- তাই তোর এই ভালোবাসা, বল?
- এগজ্যাক্টলি।
*****
২
পেন্সিলে লিখবো;
"বয়ে গেছে ভালোবাসাতে"।
নিজেকে বারবার পড়ে শোনাব। তুমি-বিরোধী কনফিডেন্স তৈরিতে মন দেব।
"বয়ে গেছে ভালোবাসাতে"।
নিজেকে বারবার পড়ে শোনাব। তুমি-বিরোধী কনফিডেন্স তৈরিতে মন দেব।
তুমি সে কাগজে উঁকিঝুঁকি মারলেই তড়িঘড়ি কলম চালিয়ে জুড়ে দেব নতজানু ফুটকি -
"রয়ে গেছে ভালোবাসাতে"।
"রয়ে গেছে ভালোবাসাতে"।
*****
৩
-প্রথম দেখা। মনে পড়ে?
-অফ কোর্স। ছবির মত স্পষ্ট।
-আচ্ছা? আমি কী পরেছিলাম?
-শাড়ি।
-কচু।
-সালোয়ার। কামিজ।
-রঙ?
-সবুজ।
-ধুর।
-হলুদ।
-ছিঃ।
-ইয়ে, ওই খয়েরী মত?
-ছিঃ ছিঃ। এই তোমার প্রেমের পড়া ছিল?
-জামার রঙে প্রেম ছিল না।
-তবে?
-তোমার কাঁধের নীল ঝোলা ব্যাগ থেকে সেকেন্ড ইয়ারের ট্যাক্সের বই খাতার ভীড় ছাপিয়ে উঁকি মারছিল ইন্দ্রজালের অরণ্যদেব। পয়েন্ট অফ প্রেম নাম্বার ওয়ান। তুমি গুনগুন করছিলে "আরামবাগের তাজা মুর্গীর মজা"র জিঙ্গল। পয়েন্ট অফ প্রেম নাম্বার ট্যু। ওকে?
-হি হি হি।
2 comments:
ইগন্দ্রজালের অরণ্যদেব যদি প্রেমের ক্ষেত্রে এক নম্বর জায়গাটা দখল করে থাকে তবে ব্রেভো ডিয়ার, মিলাও হাত।
এগরোলের কোনো রোল্ ছিল না ?
Post a Comment