- ভালো মানুষ আর ভালো শিঙাড়ার। বড় অভাব।
- ভালো মানুষে কাজ কী ভাই? তাকে পেলে চায়ের সাথে কামড়
দেবে না মুড়ি মাখা দিয়ে খাবে?
- শিঙাড়া বেশি ইম্পরট্যান্ট বলছ?
- ঘোড়া পিটিয়ে গাধা পসিবল। হারামি কে বুদ্ধ বা তস্য হারামির পাল্লায় ফেলে দাও, তার ত্যাঁদড়ামি কন্ট্রোলে চলে আসতে বাধ্য। কিন্তু সন্ধ্যার পিওর ক্ল্যাসিকাল মুডে যদি হানি সিংহ লেভেলের রদ্দি শিঙাড়া ইনসার্ট করেছ, তবেই ক্যালামিটি।
- তবে বলি কি..।
- কী?
- যদি মনের মত মানুষই হয়, চা মুড়ির সাথে শিঙাড়ার প্যাশনে তাকে কামড় দিতেই বা ক্ষতি কী? যদি সে মানুষ বনলতাইস্ট ফ্লেভারে নিয়েই আসতে পারে ...।
- মানুষ বনলতা? সে আলটিমেটলি তোমায় ট্রামের তলে টেনে নেবেই। ফিগারেটিভলি অর আদার ওয়াইজ। তাই তো বলি, কীপ ইওর ইনার জীবনানন্দ কাম অ্যান্ড অ্যাক্সেপ্ট শিঙাড়া অ্যাজ দ্য রিয়াল দু'দন্ড শান্তি।
No comments:
Post a Comment