Thursday, September 10, 2015

সারকাজ্‌ম

সারকাজ্‌ম।

৯০% মানুষ ঠাহর করতে পারে না। 
(উদাহরণ - আমি বুঝতে পারছি না এই লাইনটা ঠিক সারকাস্টিক হল কি না)


৯০% মানুষ ব্যবহার করার জন্যে উদগ্রীব।
(উদাহারণ - যেমন আমি প্রাণপণ চেষ্টা করছি)


৯০% মানুষ খিস্তি দিয়ে ধুইয়ে দেওয়াকে 'সারকাজ্‌ম' ভেবে ফল্‌স ঢেঁকুর তোলেন।
(উদাহারণ - যারা এই পোস্টটাকে আকাঠ ভাববেন, তাদেরকে আমি দুই ভাগে ভাগ করব ; ডাম্ব আর ডাম্ব-অ্যাস্‌)।


৯০% মানুষ ভাবেন সারকাজ্‌ম ছাড়া 'সেন্স অফ হিউমর' জমে না। আর সেন্স অফ হিউমর না জমলে আর সেক্স অ্যাপিল কোথায়। 
(উদাহরণ - আমি এক্সপেক্ট করছি এই পোস্টে হিউমর আছে। বিশেষত মেয়েরা হাসছে এটা পড়তে পড়তে। যে যত বেশি সুন্দরি সে তত বেশি হাসছে।)


৯০% মানুষ ভাবেন ট্যুইটারের যুগে ইন্টারনেট-সারকাজ্‌ম ইংরেজিতে বেশি চমকায়।
( উদাহরণ - "পাগলা"র চেয়ে বেশি ঝাঁজ "অমুক-টার্ড/তমুক-টার্ড"য়ে। আপ দেয়ার; বঙ্কিম গোজ "ROFL"')


৯০% মানুষের জিভের ডগায় সারকাজ্‌মের লিট্‌ল বয় আর ফ্যাট ম্যান।

৯০% মানুষের বুকের ভিতর সারকাজ্‌মিত হিরোশিমা আর নাগাসাকি।

৯০% দরকার হচ্ছে শুকতারার, ৯০% সাপ্লাই হচ্ছে উনিশ-কুড়ির।

শুকিয়ে যাচ্ছে। গিভ মি দ্য বালিশ অফ বঙ্কিম অ্যান্ড কাঁথা অফ সঞ্জীব অ্যান্ড লেট মি স্লিপ।

No comments: