Saturday, September 26, 2015

ভূত অ্যান্ড স্টাফ্‌




****

- জানা কথা তন্ময়। 

- কী জানা?

- এই, এই কনভার্সেশনটাকেও তুই পুরোপুরি হন্টেড অ্যাঙ্গেল দিবি। কিছুক্ষণ কথাবার্তার পর ফাঁস হবে যে আমাদের মধ্যে একজনই মানুষ। আর এই কফিশপ হয়ত পাল্টে হয়ে যাবে নিমতলা। প্রেডিক্টব্ল।

- ও।

- কী? 

- তাই তো। তা তুই বলছিস অমিত, যে রিয়েল সারপ্রাইজ হবে যদি দু'জনকেই ভূত হিসেবে রিভিল করি? এবং দ্যাট টু ইন সাদামাঠা সেটআপ?

- হোয়াই নট? আফটার অল মানুষদের এক্সপেক্টেশন যাই থাক, সেটা নিয়ে তোর বদার্ড হওয়ার কোন কারণ নেই। 

- বলছিস? 

- আলবাত বলছি। ওরা এক্সপেক্ট করুক ভূত কফিনে বা রাত্রের শ্মশানে দাঁত খিঁচিয়ে ঘুরবে। কিন্তু ট্যুইস্টের খাতিরে ও'সব লুপহোল কেন এন্টারটেন করছিস প্লটে। এই যে আমরা ভরদুপুরে গোলপার্কের কফিশপে বসে কফিমাগ হাতে গুলতানি মারছি, আমাদের সেই পারাটাও ওরা জানুক। ওদের জানতে দে যে রাস্তাঘাটের ভীড়ে শুধু ওরাই একচেটিয়া নেই। 

- বলছিস?

- গো অ্যাহেড, গিভ ইট আ ট্রাই।

No comments: