১।
- গিভ মি আ চুমু প্লিজ।
- কেন দেব?
- বরকে চুমু দেবে, ভিসা দেখাতে হবে নাকি?
- বর তো কী হয়েছে! রোজ শোয়ার আগে ঠোঁটে গ্যাদগ্যাদ করে বোরোলিন লাগাবে। বিশ্রী গন্ধ। ছ্যাঃ ছ্যাঃ। আমার বয়ে গেছে চুমু খেতে।
- বোরোলিনে বিশ্রী গন্ধ? তোমার বাবার গায়ে বিশ্রী গন্ধ।
- বোরোলিন নিয়ে বলেছি বলে তুমি আমার বাবা তুললে?
- আমার ন্যাশানিলিটি নিয়ে খিস্তি করলে বাপ-মার তোয়াক্কা করব না। বন্দে মাতরম্। বোরোলিন ঠোঁটে গরম।
২।
- একটু বরফ আছে ফ্রীজে?
- আছে। কেন গো ?
- আমার বুকে যদি দু'টুকরো ছড়িয়ে দিতে।
- মাথায়? ও মা! চোট লাগল নাকি? গুঁতো খেলে নাকি গো?
- আরে না না। সঞ্জীব পড়ছিলাম কী না।
- সঞ্জীব পড়ে বুকে ব্যথা হচ্ছে?
- ধুর বোকা। সঞ্জীবে মেজাজটা সিঙ্গ্ল মল্টের মত হয়ে গেল। একটু বরফ কুচি ছড়িয়ে দিলেই পেগ তৈরি।
- সঞ্জীবের সিঙ্গ্ল মল্ট? সে কী! তার বরফ ফ্রীজে কী করে থাকবে!
- তবে? বরফ কোথায়?
- চুমুতে। উষ্ণ সে বরফ।
- চুমু? কে দেবে? তুমি?
- হোয়াই নট?
- লেগ পুল করছ? গত তিরিশ বছরে ফ্রেম ছেড়ে বেরোতে পেরেছ?
No comments:
Post a Comment