- গল্পে বিশ্বাস আছে?
- হোয়াট?
- ডু ইউ বিলিভ ইন ফিকশন?
- বিশ্বাসের স্টাম্প দরকার নেই; তাই তো সেটা গল্প।
- রিয়ালিটির ওপর স্টাম্প আছে?
- দেখতে পারি। ছুঁতে পারি। অন্তত লজিক আর বিজ্ঞানে বাঁধতে পারি। তাই সে'টা রিয়ালিটি।
- সো উড উ থিঙ্ক।
- মানে?
- মানে তোমার দেখা, ছোঁয়া, লজিক, বিজ্ঞান; সবটাই যদি অন্যের ফিকশনে প্ল্যান্টেড থাকে?
- ল্যাদ শেয়ার করছ?
- সিরিয়াসলি।
- আমার রিয়ালিটি অন্যের গল্পে প্ল্যান্টেড?
- মানে। এমনটাও তো হতে পারে যে মানুষ সত্যিই আছে।
- হুঁ? মানুষ? ওই সস্তা হরর গপ্পের মানুষ? যারা রক্ত খায় না আর যুদ্ধ করে?
- হতেও তো পারে। আই মিন। হয়তো তাঁদের কাছে ড্রাকুলা ব্যাপারটাই ফিগমেন্ট ইফ ইম্যাজিনেশন!
- হ্যাঁ, এরপর বলবে মানুষ ইউনিকর্নে চেপে ঘুরে বেড়ায়।
- হতেও পারে। আবার বিভিন্ন রিয়ালিটি বা বিভিন্ন ফিকশন ইন্টারসেক্ট নাও করতে পারে।
- তুমি ল্যাদে ল্যাদল্যাদ করছ।
- হয়ত ল্যাদ ব্যাপারটাই অনলি কমন থ্রেড অ্যাক্রস রিয়ালিটিজ।
- হেহ! হয়ত।
No comments:
Post a Comment