- দুর্গার সাবজেক্টে আমি কাইণ্ড অফ আ মনোথেইস্ট।
- সে আবার কেমন কথা? সোনার পাথরবাটি? রাঙাআলুর বিরিয়ানি?
- খুব গভীরের কথা।
- বল না। লেট মি সি হাউ গভীর। তুমি দুর্গাওয়াইজ মনোথেইস্ট; এ কথার মানে কী?
- আমি শুধু আমার পাড়ার বারোয়ারী পুজোর দুর্গাকে অ্যাক্সেপ্ট করি। থিম প্যাণ্ডাল হপিং ইজ ব্ল্যাসফেমি ফর মি।
- এটা মনোথেইজম নয়। এটার একটা সায়েন্টিফিক নাম আছে।
- সায়েন্টিফিক নাম? কী?
-ল্যাদেল্যাজেগোবরেইজম।
No comments:
Post a Comment