- খই শেষ মহারাজ।
- গুদোম ভরা খই শেষ?
- একটা কণাও পড়ে নেই।
- তবে কী হবে? সেনা ভাজবে কী?
- নেই নেই।
- ভাজবে না তো কি কাজ করবে নাকি?
- মহামারি।
- না ভেজে কাজে মনে দিলে যে সব্বনাশ!
- বটেই তো; অভ্যেস নষ্ট হয়ে যাবে।
- তবে উপায়?
- খইয়ের নতুন স্টক আসা না পর্যন্ত একটা উপায় আছে মহারাজ।
- কী উপায়? জলদি বল। জলদি জলদি।
- রাজ্যে গুলাম আলি আসছেন, জলসা করবেন।
- তো? সে কি খই?
- খইয়ের বাবা। পাকিস্তানি শিল্পী।
- ওহ। অহ। ওহোহোহোহো। মার দিয়া কেল্লা ভাজ দিয়া খই।
- যাই তবে, ক্যালাকেলির আয়োজন করি।
1 comment:
আমাদের চোখ সহজে খোলার নয়। তবু চোখ খোলানোর দায় কাউকে তো নিতেই হবে। দারুণ লাগল। ভালো লেখার আশায় রইলাম।
Post a Comment