সীতা ছিন্নভিন্ন হয়ে গেলেন। এত দুঃখ কষ্ট পেরিয়ে, এত যন্ত্রণা সয়ে আজ প্রভুর দেখা। কিন্তু এই শুভক্ষণে এ কী ভয়ানক সন্দেহের তীর তার দিকে হানলেন রঘুনন্দন? এর চেয়ে রাবণ যদি কুপিয়ে হত্যা করত, যন্ত্রণা কম হত বোধ হয়।
নিজের পবিত্রতা প্রমাণ করা? বেশ।
আসুক আগুন, আগুন জাপটে গিলে খাক; ভাবলেন জনককন্যা। অগ্নিপরীক্ষায় সিদ্ধ হোক বিশ্বাসের সেতু।
"আগুন জ্বাল হে অগ্নিদেব, দায়ভার তোমায় দিলাম। আমার পদস্খলন হয়ে থাকলে ঝলসে দাও। আগুন জ্বাল। আগুন জ্বাল। আগুন জ্বাল", ত্রিলোক বিদীর্ণ করে বিলাপ শুরু করলেন সীতা।
বিচলিত অগ্নিদেবতা স্বর্গলোক থেকে অগ্নিশিখা ছুঁড়লেন। অমনি আকাশ থেকে দুদ্দাড় গতিতে শেওয়াগ নেমে এসে জড়িয়ে ধরলেন সীতাকে।
No comments:
Post a Comment