- ডাক্তার।
- কোথায় রাখলে?
- ওটিতে।
- ভুল হয়নি তো?
- সেই লোক ডাক্তার। হান্ড্রেড পারসেন্ট। আলেক্স রডরিগেজ। আই কার্ড আর ছবি মিলিয়ে দেখেছি। কাট মার্ক অন দ্য নি। কটা চোখ। নির্ভুল।
- চোট?
- যেমন কথা তেমন কাজ। বিন্দুমাত্র নেই। শুধু গভীর ঘুমে। আটচল্লিশ ঘণ্টার আগে জ্ঞান ফিরবে না।
- গুড।
- ওটি তৈরি করি?
- কর। আমি সিগারেটটা শেষ করে আসছি।
- ডাক্তার।
- বল।
- এই আপনার ...।
- হুঁ।
- আপনি নিশ্চিত?
- নিজের বাবা মা'র খুনিকে মনে রাখাটা বেশ সহজ কার্লোস।
- খুন তো সহজেই করতে পারতেন । সহজ প্রতিশোধ।
- যে প্রতিশোধ সহজে নেওয়া হয়, সে প্রতিশোধ দায়সারা।
- যন্ত্রণাবিদ্ধ করে মারতে চান?
- যন্ত্রণাবিদ্ধ করতে চাই। তবে মারতে চাই না। সুস্থ ও জীবিত রাখতে চাই।
- কী অপারেশন করতে চাইছেন ডাক্তার?
- যে অপারেশনের জন্য আমার এই কুড়ি বছরের রিসার্চ।
- গোপন রিসার্চ।
- ঠিক।
- কীসের অপারেশন ডাক্তার?
- দ্য মোস্ট কমপ্লেক্স ব্রেন সার্জারি ইন হিউম্যান হিস্ট্রি।
- কী'রকম?
- টেবিল তৈরি কর কার্লোস।
- রাইট ডক্টর।
**
- খোকা।
- ইউ আর আ পিস অফ ডার্ট আলেক্স। আর আমায় খোকা বলে ডাকা বন্ধ কর।
- আমার সাথে এমন ভাবে কথা বলিস না। আমি জানি আমি আলেক্স কিন্তু তবু...।
- কিন্তু তবু আমার জন্যে অদ্ভুত কষ্ট হচ্ছে। তাই না? আমায় খোকা বলে ডাকতে ইচ্ছে করছে তাই
না? আমার মা বাবাকে মেরেছ বলে পাগলের মত কষ্ট হচ্ছে, তাই না?
- এসব কী করলে ? হোয়াট হ্যাভ ইউ ডান?
- তুমি আমার বাবা মাকে কেন খুন করেছিলে?
- অবভিয়াসলি ওদের ফর্মুলা চুরি করতে। বাট আই ফিল টেরিব্ল নাউ। মরে যেতে ইচ্ছে করছে। হোয়াই! কী এমন হল যে এমন ভীষণ অপরাধ বোধ...।
- ফর্মুলা। মানুষের ইমোশনাল কনফিগারেশনের রেপ্লিকা তৈরি করার মেডিকাল ফর্মুলা। সেই রেপ্লিকাকে জমিয়ে রাখার ফর্মুলা। সেই ইমোশনাল কনফিগারেশনের রেপ্লিকাকে অন্যের ব্রেনে ইমপ্ল্যান্ট করতে পারার ক্ষমতা। কী হল খুন করে? এ ফর্মুলা তো পেলে না আলেক্স।
- আমায় ক্ষমা কর খোকা। যন্ত্রণা। বড্ড যন্ত্রণা।
- স্টপ কলিং মি খোকা। গুলি করে ঘিলু ঘেঁটে দেব আলেক্স। অনেক দিন আমায় কষ্টে রেখেছ। আহ, চোখ বুঝলেই মা বাবার মৃত্যু যন্ত্রণায় ছটফট করার দৃশ্য মনে পড়ে।
- তোর হাতে ওটা রিভলভার খোকা? শুট মি। শুট মি নাউ। এ যন্ত্রণা বইতে পারব না আমি।
- যন্ত্রণা তো সবে শুরু আলেক্স।
- এমনটা কেন হচ্ছে ? কেন?
- সে ফর্মুলা কাজে লাগানোর বুদ্ধি তোমার ছিল না আলেক্স। তুমি মেডিকাল সায়েন্সের জগতের কলঙ্ক। কিন্তু বাবা মারা যাওয়ার আগে সেই ফর্মুলা সফল ভাবে টেস্ট করে গেছিলেন। অবিশ্যি পার্শিয়াল সাকসেস।
- সাফল্য?
- আমার মায়ের ইমোশনাল কনফিগারেশনের রেপ্লিকা তৈরি করে যত্ন করে রেখে গিয়েছিলেন। সেই রেপ্লিকা আজ আমি তোমার ব্রেনে প্ল্যান্ট করেছি।
- খোকা! এ তুই কী করলি?
- যে যন্ত্রণা তুমি ভোগ করছ আলেক্স, তা হচ্ছে আমার মায়ের বুকের ব্যথা। নিজের স্বামীকে আততায়ীর গুলিতে ছটফট করে মরতে দেখার যন্ত্রণা। নিজের মৃত্যু দেখতে পাওয়ার আতঙ্ক। সে'সব যন্ত্রণাতেই ছটফট করে মরছ তুমি। ছটফট করে মরবেও। আজীবন।
- খোকা! স্টপ ইট!
- ইট হ্যাজ জাস্ট স্টার্টেড। সবচেয়ে করুণ যন্ত্রণায় তোমায় দগ্ধে মারব আলেক্স। বাপ মায়ের খুনের যোগ্য বদলা নিয়ে যাব আমি। সন্তানহারা মায়ের দুঃখের আগুনে তোমায় সেঁকব আজীবন।
- কী করছিস খোকা! সাবধান!
***
ডাক্তারের নিথর দেহের ওপর লুটিয়ে পড়লেন নতুন মা ও সদ্য সন্তানহারা আলেক্স রডরিগেজ্।
- কোথায় রাখলে?
- ওটিতে।
- ভুল হয়নি তো?
- সেই লোক ডাক্তার। হান্ড্রেড পারসেন্ট। আলেক্স রডরিগেজ। আই কার্ড আর ছবি মিলিয়ে দেখেছি। কাট মার্ক অন দ্য নি। কটা চোখ। নির্ভুল।
- চোট?
- যেমন কথা তেমন কাজ। বিন্দুমাত্র নেই। শুধু গভীর ঘুমে। আটচল্লিশ ঘণ্টার আগে জ্ঞান ফিরবে না।
- গুড।
- ওটি তৈরি করি?
- কর। আমি সিগারেটটা শেষ করে আসছি।
- ডাক্তার।
- বল।
- এই আপনার ...।
- হুঁ।
- আপনি নিশ্চিত?
- নিজের বাবা মা'র খুনিকে মনে রাখাটা বেশ সহজ কার্লোস।
- খুন তো সহজেই করতে পারতেন । সহজ প্রতিশোধ।
- যে প্রতিশোধ সহজে নেওয়া হয়, সে প্রতিশোধ দায়সারা।
- যন্ত্রণাবিদ্ধ করে মারতে চান?
- যন্ত্রণাবিদ্ধ করতে চাই। তবে মারতে চাই না। সুস্থ ও জীবিত রাখতে চাই।
- কী অপারেশন করতে চাইছেন ডাক্তার?
- যে অপারেশনের জন্য আমার এই কুড়ি বছরের রিসার্চ।
- গোপন রিসার্চ।
- ঠিক।
- কীসের অপারেশন ডাক্তার?
- দ্য মোস্ট কমপ্লেক্স ব্রেন সার্জারি ইন হিউম্যান হিস্ট্রি।
- কী'রকম?
- টেবিল তৈরি কর কার্লোস।
- রাইট ডক্টর।
**
- খোকা।
- ইউ আর আ পিস অফ ডার্ট আলেক্স। আর আমায় খোকা বলে ডাকা বন্ধ কর।
- আমার সাথে এমন ভাবে কথা বলিস না। আমি জানি আমি আলেক্স কিন্তু তবু...।
- কিন্তু তবু আমার জন্যে অদ্ভুত কষ্ট হচ্ছে। তাই না? আমায় খোকা বলে ডাকতে ইচ্ছে করছে তাই
না? আমার মা বাবাকে মেরেছ বলে পাগলের মত কষ্ট হচ্ছে, তাই না?
- এসব কী করলে ? হোয়াট হ্যাভ ইউ ডান?
- তুমি আমার বাবা মাকে কেন খুন করেছিলে?
- অবভিয়াসলি ওদের ফর্মুলা চুরি করতে। বাট আই ফিল টেরিব্ল নাউ। মরে যেতে ইচ্ছে করছে। হোয়াই! কী এমন হল যে এমন ভীষণ অপরাধ বোধ...।
- ফর্মুলা। মানুষের ইমোশনাল কনফিগারেশনের রেপ্লিকা তৈরি করার মেডিকাল ফর্মুলা। সেই রেপ্লিকাকে জমিয়ে রাখার ফর্মুলা। সেই ইমোশনাল কনফিগারেশনের রেপ্লিকাকে অন্যের ব্রেনে ইমপ্ল্যান্ট করতে পারার ক্ষমতা। কী হল খুন করে? এ ফর্মুলা তো পেলে না আলেক্স।
- আমায় ক্ষমা কর খোকা। যন্ত্রণা। বড্ড যন্ত্রণা।
- স্টপ কলিং মি খোকা। গুলি করে ঘিলু ঘেঁটে দেব আলেক্স। অনেক দিন আমায় কষ্টে রেখেছ। আহ, চোখ বুঝলেই মা বাবার মৃত্যু যন্ত্রণায় ছটফট করার দৃশ্য মনে পড়ে।
- তোর হাতে ওটা রিভলভার খোকা? শুট মি। শুট মি নাউ। এ যন্ত্রণা বইতে পারব না আমি।
- যন্ত্রণা তো সবে শুরু আলেক্স।
- এমনটা কেন হচ্ছে ? কেন?
- সে ফর্মুলা কাজে লাগানোর বুদ্ধি তোমার ছিল না আলেক্স। তুমি মেডিকাল সায়েন্সের জগতের কলঙ্ক। কিন্তু বাবা মারা যাওয়ার আগে সেই ফর্মুলা সফল ভাবে টেস্ট করে গেছিলেন। অবিশ্যি পার্শিয়াল সাকসেস।
- সাফল্য?
- আমার মায়ের ইমোশনাল কনফিগারেশনের রেপ্লিকা তৈরি করে যত্ন করে রেখে গিয়েছিলেন। সেই রেপ্লিকা আজ আমি তোমার ব্রেনে প্ল্যান্ট করেছি।
- খোকা! এ তুই কী করলি?
- যে যন্ত্রণা তুমি ভোগ করছ আলেক্স, তা হচ্ছে আমার মায়ের বুকের ব্যথা। নিজের স্বামীকে আততায়ীর গুলিতে ছটফট করে মরতে দেখার যন্ত্রণা। নিজের মৃত্যু দেখতে পাওয়ার আতঙ্ক। সে'সব যন্ত্রণাতেই ছটফট করে মরছ তুমি। ছটফট করে মরবেও। আজীবন।
- খোকা! স্টপ ইট!
- ইট হ্যাজ জাস্ট স্টার্টেড। সবচেয়ে করুণ যন্ত্রণায় তোমায় দগ্ধে মারব আলেক্স। বাপ মায়ের খুনের যোগ্য বদলা নিয়ে যাব আমি। সন্তানহারা মায়ের দুঃখের আগুনে তোমায় সেঁকব আজীবন।
- কী করছিস খোকা! সাবধান!
***
ডাক্তারের নিথর দেহের ওপর লুটিয়ে পড়লেন নতুন মা ও সদ্য সন্তানহারা আলেক্স রডরিগেজ্।
5 comments:
darun hoeche kintu :)
darun hoeche kintu :)
Maratmok
Awe-sadharon ..............
Speechless
Post a Comment