- আসুন। আসুন। ওয়েলকাম টু দ্য ল্যান্ড অফ ডেড।
- বাহ! দিব্যি অ্যারেঞ্জমেন্ট কিন্তু মশাই। ইয়ে আপনি...?
- অনিল সমাজপতি। এই অগস্টেই এসেছি। ব্রেনস্ট্রোক।
- আমি নির্মল রায়। আমার আবার ইয়ে, কার্ডিয়াক। তা, এখেনে সবকিছু এমন কালচে কেন বলুন দেখি?আর একটা ঝাঁজালো গন্ধও পাচ্ছি সেই এসে থেকে।
- সর্ষের মধ্যে প্রথম ক'দিন এমন লাগবে। পরে সয়ে যাবে।
- সর্ষে?
- নয়তো আর বলছি কি। দেওয়াল সিলিং ছুঁয়ে দেখুন না মশায়। সর্ষে দানার ইন্টেরিয়র বিলক্ষণ ফিল করতে পারবেন।
- রিয়েলি! আর বাহ! তাই তো! মানে ইয়ে, এখানে বোধ হয় স্বর্গ নরকের ব্যাপারটা নেই। মানে যেমন গপ্পগাছা শোনা যায় আর কী! তাই না?
- স্বর্গ? নরক? অবভিয়াসলি আছে। খানিক পরেই ব্রশার আসছে। পড়লেই ক্লিয়ার হয়ে যাবে।
- ব্রশার?
- মৃত্যুলোকের।
- তা স্বর্গ বা নরক চিজ কেমন? সেসব এই সর্ষের মধ্যেই?
- আরে না না। এ তো বেসক্যাম্প। এখানে স্রেফ মাসখানেকের মামলা। তার মধ্যেই ফয়সালা আপনাকে জানিয়ে দেওয়া হবে।
- ফয়সালা অফ স্বর্গ অর নরক?
- এগজ্যাক্টলি।
- তা নরক মানে তো শুনেছি অসম্ভব যন্ত্রণা। কড়াইয়ে চুবিয়ে বিশ্রী হ্যারাসমেন্ট।
- কড়াইয়ে চুবনিই আসলে স্বর্গের অ্যাফেয়ার।
- সে কী! সে তো যন্ত্রণা।
- অন দ্য কন্ট্রারি। প্লেজার অফ দ্য হাইয়েস্ট অর্ডার।
- হাউ?
- দেখুন,আপনার কপালে স্বর্গ থাকলে আপনি সর্ষেয় চেপে বাটা হয়ে স্ট্রেট যাচ্ছেন ইলিশে। আর নরকভোগ থাকলে আপনাকে সর্ষে সহ রগড়ে তেল বার করে পাঠানো হবে ডিসেম্বরের স্নানবাবুর নাকের ফোঁদলে।
- ম্যাগো।
- তাই বলছিলাম; কড়াইই স্বর্গ।
1 comment:
অ-তু-ল-নী-য়।
Post a Comment