Wednesday, November 11, 2015

মশা

- মশা। এক পিস।

- হতেই পারে না। আজ মশারি আমার নিজের হাতে গোঁজা।

- সামান্য ওমলেটে দু'বার নুন দিয়ে হন্যে হলে আর মশারি।

- থাম। বাথরুমে যাওয়ার জন্য এমন রাক্ষুসে ভাবে উঠলে মশারি মাথায় তুলে, তখনই ঢুকেছে বোধ হয়।


- ডেলিকেটলি হাফ ফুট মশারি তুলে সাপের মত লেতকে লেতকে গলে বেরিয়েছি। বেরিয়েই গুঁজেছি। রিটার্নও সিমিলার টেকনিকে। যাক গে, মনে হচ্ছে মশারির সাউথ ওয়েস্ট ওয়ালে আছে। বেড স্যুইচটা সাবধানে গ্রিপ কর দেখি।
- ভাক। ভীমরতি যত। ঘুমোও। তিনটে বাজে।
- অ্যাটেনশন। হেইয়ো। শুনতে হো।
- কী রে বাবা!
- বাবাজীবন ডান গালে ল্যান্ড করেছেন। তোমার ফেভারেবল ডাইরেকশনে; চালাও বিরাশি সিক্কা। গন্ধমাদন শুইয়ে দাও।
- ছিঃ, এক গালে চড় মারতে নেই।
- দু'গালে মেরো।
- অকারণে বর পেটাবো?
- তোমায় রাম চিমটি কেটে কারণ দেব?
- থাম। ঘুমোও।
- আরে উড়ে যাবে। রক্ত খেয়ে ঢ্যাপস হয়ে বসে। এই মউকা। চালাও থাবড়া।

- বললাম না এক গালের চড় মারতে নেই?

- মারলে কী হয়?
- বিয়ে হয় না।
- এক চড়েই খুনের বদলা খুন প্লাস টাইম ট্র‍্যাভেলে ব্যাক টু গ্লোরি? শালি চড় মারবি কী না বল!

No comments: