Thursday, November 19, 2015

উইলের ব্যাপার



- জুতিয়ে মুখ ভেঙে দেব।


- চাবকে পিঠের চামড়া তুলে নেব।

- পেটে বোম মারব।

- কান কেটে কুচি কুচি করে ডুবো তেলে ভাজব।

- তুমি তাহলে আমার কথা শুনবে না দাদা? এত দেমাক?

- তুই আমার কথা শুনছিস না। রাস্কেল ছেলে কোথাকার।

- বাবার উইল কে রিফিউজ করছ?

- বাবা ফাউল করেছে। মরার আগে চুপিচুপি উইল চেঞ্জ? বাবা গদ্দারি করেছে।

- নিজের বাপকে গদ্দার বলছ? এই তোমার কালচার?

- লুঙ্গি পরে ক্রিকেট খেলিস তোর কাছে কালচার
নিয়ে লেকচার শুনব? শুয়ার। 

- খবরদার। ভাষা সামলে। উইল তোমায় মানতে হবে।

- চোপ। জিভ টেনে ছিঁড়ে ফেলব।

- ভুঁড়ি পাঙচার করে দেব।

- ওই উইলে আমি ইয়ে করি।

- দাদা বলে রেয়াত করব না। উইল তোমায় মানতেই হবে। 

- আনফেয়ার উইল। বাবার ভীমরতি হয়েছিল।

- বাবার ভীমরতি?  মানুষটা মারা গেছে দু'দিনও হয়নি। তুমি এমন ভাবে বলতে পারছ দাদা?

- ফ্যাক্ট ইজ ফ্যাক্ট। ওসব আনফেয়ার ডিলের তোয়াক্কা আমি করি না। এই বাড়ি তিন তলা। দেড় তলা আমার, দেড় তলা তোর।

- বাবা বলে গেছেন দু'তলা তোমার তো দু'তলা তোমার। একতলা শুধু আমার। এই বলে রাখলাম।

- অসম্ভব। বাবার অবর্তমানে আমি বড়দাদা হিসেবে তোর গার্জেন। দেড় তলা দেড় তলা। সিধে হিসেব। না মানলে ফোট।

- ওরে আমার গার্জেন রে। গোটা সিজন একটা ভালো ইলিশ আনতে পারলে না।

- ট্রেটর শালা। সতেরোই অগস্টের ইলিশটা ভুলে গেলি? আহাম্মক।

- লায়ার। তুমি একটা কনজেনিটাল গুলবাজ। ও মাছ বাবা বেছে এনেছিল।

- ব্যাগ আমি ক্যারি করেছিলাম। গন্ধমাদনের সঙ্গে আজও হনুমানের নাম অ্যাটাচড, ভুলিস না।

- বাহ, নিজেই যখন নিজেকে হনুমান বলে মেনে নিয়েছ তখন আর চিন্তা কি? যাও যাও, দুটো তলা তোমার। এক তলা আমার।

- ফের এক কথা? ডেঁপোর ডিম। দেড় তলা দেড় তলা।

- দাদা। দেখ। আমার ছেলে চাকরী করছে। ঝাড়া হাত পা। তোমার দুই মেয়ের বিয়ে বাকি।

- বাড়ির সাথে মেয়ের বিয়ে দিতে বলছিস? 

- ওফ! তোমার সাথে কথা বলাই পাপ। আমি চললাম।

- ওরে। যাসনে। বাবার আত্মা এখনও বোধ হয় আশেপাশেই ফ্লোট করছে। একা থাকতে বুক ছ্যাঁত ছ্যাঁত করে। যদি উঁকি মারে? এমনিতেই যা খিটখিটে মাল ছিল।

- নিজের বাবাকে কে মাল বলবি। বাপের উইল রিজেক্ট করবি। এই না হলে বড়ছেলে? বাবা বিচক্ষণ ছিল।

- আর তুই একটা বিষ। বাবার মতই দিনদিন খিটখিটে হচ্ছিস।

- দাদা, বাবাটা কী বদ না? কেমন আলগা ছেড়ে দিয়ে কেটে পড়ল।

- আর এটা হচ্ছে বদের বাসা। বদের বাসার দুই তলা আমায় দিস না।

- দাদা কাঁদছিস?

- তোকে দেখে বড় কষ্ট হচ্ছে রে ভাই। আহা রে, তোর বাপ নেই।

No comments: