Thursday, November 5, 2015

বাদশা

সিগারেটের ধোঁয়ার রিংটা ভাসতে ভাসতে ট্রেনের ছাতে মিলিয়ে গেল। সত্যজিৎ বুঝলেন; ফর আ চেঞ্জ কাট শব্দটা তাকে দিয়ে বলিয়ে নেওয়া হল।

***


কেক কাটতেই বাদশাকে জড়িয়ে ধরলেন রোহিত। 


"মেনি হ্যাপি রিটার্ন্স কিং", রোহিতের গলায় হাওয়ায় গাড়ি ভাসানো উচ্ছাস।


"সমস্তই হাতের মুঠোয়", কেক মুখে সিগারেট ধরালেন বাদশা, "এ পঞ্চাশে প্রায় করার কিছুই বাকি নেই। প্রায়"।

"প্রায়?", রোহিতের কণ্ঠে অবিশ্বাসের মাখন, "প্রায় কেন বলছ বস?"

দীর্ঘশ্বাস ছাড়লেন বাদশা; "সিগারেটের ধোঁয়ার পারফেক্ট রিংটা এখনও তৈরি করতে পারলাম না, ড্যাম"।

ঠিক তক্ষুনি। সবাইকে চমকে দিয়ে;

ছাদ ফুঁড়ে একটা নিঁখুত ধোঁয়ার মালা নেমে এসে বাদশার হাঁ হয়ে যাওয়া মুখের ভিতর সেঁধিয়ে গেল।


No comments: