ট্যুইটার স্ক্রীনশট আইডিয়া ঃ অভিষেক মুখার্জী |
- নেমে আসুন।
- মানে?
- নেমে আসুন।
- আচ্ছা মুশকিল!
- নেমে আসুন। আমি বসব ড্রাইভিং সীটে।
- হোয়াট ননসেন্স!!
- বেশি সেন্স খেলাবেন না স্যার। নেমে আসুন। আমি স্টিয়ারিং ধরি। আপনি পাশে বসে গুনগুন করুন; অ অউ জানে জানা। কাম অন।
- কিন্তু কেন?
- কারণ এ গাড়িটা এখন ফুটপাথে উঠে যাবে।
- হোয়াট?
- চার পাঁচটা কুকুরে প্রাণ খতম হয়ে যাবে। ক্যুইক।
- হোয়াট?
- আসুন। নেমে আসুন। আমি বসি স্টিয়ারিঙে। আপনি পাশে বসুন।
- এসবের মানে কী?
- আপনি প্রেমাবতার। আপনি মিথ্যে বললে দুনিয়া ব্যর্থ হবে হে মানবশ্রেষ্ঠ। কাজেই আপনি স্টিয়ারিং ছাড়ুন। আমি ধরি। হাওয়া কে সাথ সাথ, ঘটা কে সঙ্গ সঙ্গ, ও সাথি চল.....।
- আপনি কে?
- আমি? আমিইই যে এ দেশের ঝিঙ্কচ্যাক স্বপ্নের অন্তরাত্মা!
- অন্তরাত্মা?
- প্রাণ ভোমরা!
- প্রাণ ভোমরা?
- আলবাত।
- রিয়েলি?
- রিয়েলি।
- আপনি কে গুরু?
- আমি রাষ্ট্রযন্ত্রের লুব্রিক্যান্ট বস। রাজনীতির অক্সিজেন, তেলা মাথার তেল, আইনের শিবঠাকুর। আমিই সে।
- আপনিই?
- আমিই।
- নামটা যদি বলতেন..।
- শ্রী ভাঁওতাবাজেশ্বর। আসুন রাজপুত্র। স্টিয়ারিঙে বসান আমায়।
- আহা। মন্ত্রমুগ্ধ করলেন স্যার। আসুন স্যার। বসুন স্যার। সেবার রাজস্থানেও যদি থাকতেন...।
- ছিলাম তো। এ দেশে বটুয়াভারীদের লোকনাথ যে আমিই হে প্রেমকুমার। রণে, বনে, ফুটপাথে, রাজস্থানে; লিভ ইট অল টু দিস শর্মা; শ্রী ভাঁওতা।
- আসুন।
- হ্যাঁ চলুন তুরন্ত কাজ হাসিল করে এগোই। এক গায়কবাবুর আবার ফুটপাথিয়া কুকুরদের ঘুমের তাপে গায়ে ঘামাচি বেরোয়। সে ভারী জ্বালাতন। ক্যুইক। আর শুনুন, মিথ্যে বলা আপনার সাজেনা। ইন কুত্তা লোগোকে উপর গাড়ি উঠায়া কউন? আপনি?
- আমি না। ভাঁওতা।
- ব্রিলিয়ান্ট। পাশে বসুন। লেটস হিট দ্য রোড।
- মদের গন্ধ আসছ কেন ভাঁওতাবাবু?
- আপনার সেরিব্রামের বাইসেপ ফুলে পনি টেল হয়ে বেরোবার উপক্রম হয়েছে, এ তারই সুবাস। এবার ঢ্যামনা প্রশ্ন সিরিজ বন্ধ করুন। উই হ্যাভ অভাগাস টু হান্ট ডাউন।
1 comment:
অ-সা-ধা-র-ণ ....... বললেও কিছুই বলা হয় না।
Post a Comment