- হ্যালো।
- বলো।
- যে কথাটা হঠাৎ মনে এলো। যে জন্য ফের ফোন করলাম। ইয়ে। আমার মনে হয়। আমাদের একটা রোলমডেল থাকা উচিৎ।
- রোলমডেল? আমাদের?
- হ্যাঁ। মানে এই যে আমাদের সম্পর্কটা। পুরো অ্যাবস্ট্র্যাক্টে না গিয়ে এক জোড়াকে রোল মডেল ধরে নিলে...।
- ক্যালক্যাটা ইউনিভার্সিটি আর গাইড বই শেষ করে দিচ্ছে তোমায়।
- রিয়েলি বলছি। আরে প্রশ্নটা অরিজিনল্যাটি কম্প্রোমাইজ করার নয়। একটা সিনেম্যাটিক ভিস্যুয়াল থাকলে প্রেম কনসেপ্টে ঝালটা থাকে আর কী।
- তোমার মাথা গেছে।
- হাউ শুড আই গো? মডার্ন? ইরফান? তুমি দীপিকা?
- আমার দীপিকার হাইট নেই। আর তুমি ইরফান? ইন ইওর ড্রীম্স।
- ক্ল্যাসিক?সুচিত্রা? উত্তমের ক্যারিস্ম্যাটিক হাসি?
- সুচিত্রা? ধের। আর তুমি উত্তম? হাসিও না।
- তুমি সাজেস্ট কর।
- আইডিয়াটা তোমার।
- বল না।
- একটা জোড়া মাথায় আছে।
- কারা?
- আমি চিঠি লিখে হদ্দ হব। যেমন হই। আর তুমি কন্সট্যান্ট মেসেঞ্জারে আদেখলার মত ইমোজি না ঝেড়ে; ছবি বিশ্বাসের মত ইমেল-হোয়াটসঅ্যাপের গ্রামোফোন সাইডে রেখে, বাতিকগ্রস্তের মত চিঠির জলসা আঁকড়ে মরবে। ডান?
- যাই কাজ আছে। এই রোলমডেল ব্যাপারটা বরং বাদ থাক।
- গুড বয়।
No comments:
Post a Comment