কবিতা কী? -- ১
লালমোহন - মল্লিক। বৈকুণ্ঠ। অফ কোর্স। আর রয়েছে থ্রিলারের থরহরি থ্রিলিং নামে।
ফেলুদা - আমি আধুনিকে, অ্যাবস্ট্রাকশনে। আমার কবিতা লালুবাবুর "বলেন কী মশাই"তে আর শ্রীমান তপেশের "তাই না ফেলুদা"য়।
মগনলাল- কভিতা? উ তো এক নম্বরকা খতরনাক চিজ আছে। টোটাল রেড। পুরা লাল। মোহন অ্যান্ড মগন।
কবিতা কী? -- ২
বম্বে - বড়া পাও।
কলকাতা - বম্বের এই যে বিশ্বাস যে সে কবিতার মানে জানে, সে সরল বিশ্বাসের অপর নামই কবিতা।
কবিতা কী? -- ৩
কফি হাউস - টেবিল চাপড়ানিতে চলকে ওঠা ঠাণ্ডা কফি।
ময়দান - সবুজ হিয়ার, মিনিবাসের সাইলেন্সর দেয়ার।
নন্দন - আননোটিসড ছন্দমিল বিটুউইন ঝোলা অফ চাপদাড়ি অ্যান্ড ছাতা অফ ঠোঁটজোড়া।
কবিতা কী? -- ৪
বাঙালি - *কপালে আঙুল ঠেকিয়ে* রবীন্দ্রনাথ।
রবীন্দ্রনাথ - *মিচকি হেসে* বাঙালি।
1 comment:
kobitar definition tai change kore dile to puro dada...
Post a Comment