Monday, December 21, 2015

জয় গোস্বামী, জ্যামিতির বাক্স আর ঝাল।

- আমায় শাড়ীতে জবরজং লাগে?
- হুঁ?
- শাড়ীতে মানায়?
- হুঁ? কাকে?
- আমায়!! শাড়ীতে মানায়? না কি...ওই সেই জীন্‌সেই ঠিক আছি! 
- তোকে?
- হে ভগবান! কীসে মানায় আমায়?
- তোকে?
- হ্যাঁ! কীসে মানায়?
- জয় গোস্বামীতে।

***

- কখন ফিরবি?
- আটটার মধ্যে। 
- যেতেই হবে?
- যেতেই হবে। 
- রাত আটটার মধ্যে?
- ন্যাকাকুমার। সকাল আটটা পর্যন্ত আমায় চিলেকোঠায় লুকিয়ে রাখবি না মানিব্যাগে?
- কবিতার নিয়মে রাত আটটা?
- গদ্যের নিয়মে।
- এমন জ্যামিতির বাক্স নিয়ে প্রেমে পড়িস কেন রে?

***

- ঝাল লেগেছে?
- *সম্মতিসূচক মাথা ঝাঁকুনি*
- বেদম ঝাল লেগেছে?
- *সম্মতিসুচক মাথা ঝাঁকুনি*
- এ কী! ঝালের চোটে চোখে জল।
- *সম্মতিসুচক মাথা ঝাঁকুনি*।
- এগরোলে লঙ্কা দিতে বারণ করিসনি কেন? যে মেয়েরা ঝাল খেতে পারে না তাদের বড় ইয়ে লাগে।
- *প্রচণ্ড বেগে কানমলা*।
- কানে লেগেছে?
- *সম্মতিসুচক মাথা ঝাঁকুনি*
- যে সব ছেলেরা কানমলা রেসিস্ট করতে পারে না তাদের বড় ইয়ে লাগে। যা ভাগ, শিকঞ্জি নিয়ে আয়।

No comments: