- এই যে আমি ভূত, আমায় ভয় লাগে না?
- ভয় কেন লাগবে?
- আমি ভূত বলে।
- তাতে আমার কী?
- তুমি বাচ্চা। তোমার ভূতে ভয় করবে। নিয়ম।
- সে কী?
- তাই তো। ভয় করছে না?
- এ কী কথা খুকু। তোমার আপব্রিঙ্গিং এমন বেকায়দা হচ্ছে কেন? বাপ মা তোমায় ভূতের কথা বলেনি কিছু?
- বলে তো। রোজ বলে।
- তবু ভয় পাচ্ছ না? এত খ্যাকখোকখুক করছি, তাও ভয়ে আসছে না?
- না। ভূতেরা তো ভালো। তাঁদের ভয় কীসের?
- ভূতেরা ভালো? কোন রূপকথার গপ্প শোনায় তোমায় বাবা মা?
- ওই যে তাকের ওপর বই। ওই বই থেকে বাবা মা ভূতের গল্প পড়ে শোনায়। আমি কী না ছোট। আমি কী না পড়তে শিখিনি এখনও। তাই বাবা মা বই থেকে পড়ে।
- ওই বইতে ভূত আছে?
- আছে তো। কত ভূত।
- বেশ। তাহলে তোমায় বলেই দিই। আমি ভূত নই। আমি চোর। চুরি করতে এসেছি তোমাদের বাড়িতে। তোমার বাবা-মা টের পায়নি। কিন্তু তোমার কাছে ধরা পড়ে গিয়েছি।
- ও। তবে তুমি ভূত না? চোর?
- হ্যাঁ। তবে? আমি চোর। কী! এবার ভয় করছে তো? হাত পা ঠাণ্ডা হয়ে আসছে?
- বা রে। ভয়ের কী আছে। চোরেরা তো ভালো। মজার।
- চোরেরা ভালো? মজার?
- খুব মজার। আর চোরেদের মত ভালো লোক হয় না।
- এই তোমার বাপ মা শিখিয়েছে?
- হ্যাঁ, গল্প বলে।
- আর সে গল্প কোথা থেকে জানলে তারা?
- ওই যে। ওই যে বইটা দেখালাম। ওখান থেকেই।
- যাচ্চলে।
ঝোলায় শীর্ষেন্দুর অদ্ভুতুড়ে সমগ্রটা ফেলে, খুকুকে ফ্লাইং কিস্ ছুঁড়ে, পাইপ বেয়ে চম্পট দিলেন মিন্টু চন্দ্র দাস।
- ভয় কেন লাগবে?
- আমি ভূত বলে।
- তাতে আমার কী?
- তুমি বাচ্চা। তোমার ভূতে ভয় করবে। নিয়ম।
- সে কী?
- তাই তো। ভয় করছে না?
- এ কী কথা খুকু। তোমার আপব্রিঙ্গিং এমন বেকায়দা হচ্ছে কেন? বাপ মা তোমায় ভূতের কথা বলেনি কিছু?
- বলে তো। রোজ বলে।
- তবু ভয় পাচ্ছ না? এত খ্যাকখোকখুক করছি, তাও ভয়ে আসছে না?
- না। ভূতেরা তো ভালো। তাঁদের ভয় কীসের?
- ভূতেরা ভালো? কোন রূপকথার গপ্প শোনায় তোমায় বাবা মা?
- ওই যে তাকের ওপর বই। ওই বই থেকে বাবা মা ভূতের গল্প পড়ে শোনায়। আমি কী না ছোট। আমি কী না পড়তে শিখিনি এখনও। তাই বাবা মা বই থেকে পড়ে।
- ওই বইতে ভূত আছে?
- আছে তো। কত ভূত।
- বেশ। তাহলে তোমায় বলেই দিই। আমি ভূত নই। আমি চোর। চুরি করতে এসেছি তোমাদের বাড়িতে। তোমার বাবা-মা টের পায়নি। কিন্তু তোমার কাছে ধরা পড়ে গিয়েছি।
- ও। তবে তুমি ভূত না? চোর?
- হ্যাঁ। তবে? আমি চোর। কী! এবার ভয় করছে তো? হাত পা ঠাণ্ডা হয়ে আসছে?
- বা রে। ভয়ের কী আছে। চোরেরা তো ভালো। মজার।
- চোরেরা ভালো? মজার?
- খুব মজার। আর চোরেদের মত ভালো লোক হয় না।
- এই তোমার বাপ মা শিখিয়েছে?
- হ্যাঁ, গল্প বলে।
- আর সে গল্প কোথা থেকে জানলে তারা?
- ওই যে। ওই যে বইটা দেখালাম। ওখান থেকেই।
- যাচ্চলে।
ঝোলায় শীর্ষেন্দুর অদ্ভুতুড়ে সমগ্রটা ফেলে, খুকুকে ফ্লাইং কিস্ ছুঁড়ে, পাইপ বেয়ে চম্পট দিলেন মিন্টু চন্দ্র দাস।
5 comments:
Dhur mosai...robibarer chore thaka mejaj ta eibhabe bhalo Kore dey keu...
He he, shirshedu chara bhalo bhut at bhulo chor kothay paoya jabe. Ei be bole rakhi, mintu Das amader barir niche thake.
না একে নিয়ে মুশকিল আছে দেখছি।
boro derite chokhe porlo eta....tip tip byatha korchilo kopal e, mokkhom daoaitai bollen kintu..bari gie class 7 e prothom pora boyos ta k ekbar dakte hbe dekchi!!
boro derite chokhe porlo lekhata...tip tip byatha korchilo kopal e, sei sokal theke...mokkhom daoai er khonj dilen kintu, bari firei class 7 er Kc nag er arale sirshendu lukie rakha boyosta k tene bar korchi daran.
Post a Comment