- গিন্নী! এ কী! ছুটির দিন; লাঞ্চে ব্রয়লার! অসহ্য! অখাদ্য!
- এটা দেখেছ?
- দেখছি।
- এটা কী?
- হোয়াট ননসেন্স!
- বলোই না। এটা কী?
- থলি। বাজারের থলি। এটাকে আমার চোখের সামনে নাচানোর মানে কী?
- এই থলি রোববার হাতে ধরলে কী হয়?
- কী...মানে? কী হয়?
- তোমার জাত যায়।
- এহ! না মানে...।
- তোমার জাত কী?
- আমার..আমার জাত? শোন না গো..।
- তোমার জাত কী?
- ব্রাহ্মণ, ভরদ্বাজ গোত্র।
- কচু। তোমার জাত বিছানা, গোত্র পাশবালিশ। রোববারে বাজারের থলি ছুঁলে তোমার জাত গোত্র সব ভেসে যায়।
- না মানে, এমন গভীর ঘুম...মানে...।
- যার জাত নেই তার লাঞ্চে কী থাকা উচিৎ?
- ঘোড়ার ডিম।
- সে তুলনায় মুর্গীর ঝোল কীরকম?
- অমৃতসমান। গিন্নী, তুমি অমৃতকন্যা। আহা! মন কাড়া সুবাস। মুর্গি কষা নবাবের খানা। দাও দাও। বহুত ভুখ লগা হ্যায়।
No comments:
Post a Comment