- শীত তাহলে বিট্রেই করল।
- জানুয়ারিতে যখন এই হাল,তখন বিট্রেয়াল বলা যেতেই পারবে।
- একটু বৃষ্টি নামলেও হাওয়ায় কিছুটা ছ্যাঁত বাড়ত।
- তা বাড়ত।
- কিছু তুকতাক ভাবা যায় না?
- তুকতাক? বৃষ্টি নামিয়ে শীত টেনে আনতে? তুই না কম্যুনিস্ট?
- ডেসপারেট টাইমস। ডেসপারেট মেজার্স।
- হুম। উপায় আছে।
- আছে?
- সৃজিতবাবু সিনেমায় রিভার্স প্ল্যানচেট দেখিয়েছেন।
- ভূতে মানুষকে ডাকছে?
- কারেক্ট । সেটাই একমাত্র উপায়।
- রিভার্স প্ল্যানচেট? ফর জানুয়ারি রেইন?
- অ্যান্ড কনকনে ঠাণ্ডা!
- হাউ?
- মন প্রাণ দিয়ে বেগুনী ভাজ।
- বেগুনী ভাজবো? তাতে কী?
- রিঅ্যাকক্টিভ সন্ধ্যার বেগুনী যদি প্রোঅ্যাকক্টিভ হয়ে মেঘে টেনে আনে শহরে...সেই মেঘ যদি দু'চার ফোঁটা ডেলিভার করে হাফসোয়েটার ডেকে আনে।
- এই তোর রিভার্স তুকতাকে খেলা...? হুহ!
- যাও বাবা আক্রম। বেগুনী ভাজো।
- জানুয়ারিতে যখন এই হাল,তখন বিট্রেয়াল বলা যেতেই পারবে।
- একটু বৃষ্টি নামলেও হাওয়ায় কিছুটা ছ্যাঁত বাড়ত।
- তা বাড়ত।
- কিছু তুকতাক ভাবা যায় না?
- তুকতাক? বৃষ্টি নামিয়ে শীত টেনে আনতে? তুই না কম্যুনিস্ট?
- ডেসপারেট টাইমস। ডেসপারেট মেজার্স।
- হুম। উপায় আছে।
- আছে?
- সৃজিতবাবু সিনেমায় রিভার্স প্ল্যানচেট দেখিয়েছেন।
- ভূতে মানুষকে ডাকছে?
- কারেক্ট । সেটাই একমাত্র উপায়।
- রিভার্স প্ল্যানচেট? ফর জানুয়ারি রেইন?
- অ্যান্ড কনকনে ঠাণ্ডা!
- হাউ?
- মন প্রাণ দিয়ে বেগুনী ভাজ।
- বেগুনী ভাজবো? তাতে কী?
- রিঅ্যাকক্টিভ সন্ধ্যার বেগুনী যদি প্রোঅ্যাকক্টিভ হয়ে মেঘে টেনে আনে শহরে...সেই মেঘ যদি দু'চার ফোঁটা ডেলিভার করে হাফসোয়েটার ডেকে আনে।
- এই তোর রিভার্স তুকতাকে খেলা...? হুহ!
- যাও বাবা আক্রম। বেগুনী ভাজো।
No comments:
Post a Comment