Thursday, February 11, 2016

পরশুরাম ও কচুকাটা



ক্ষত্রিয়ের মত বুক চিতিয়ে রোজ মাঠে নামা। রোজ কুড়ুলে কচুকাটা হয়ে যাওয়া।
ফিনকি দিয়ে ছোটে আনন্দরক্ত। তবু রক্তবীজের মত ছড়িয়ে ছিটয়ে বেঁচে নেওয়া রাতবিরেতের নিরিবিলিতে।

রক্তারক্তি শেষে পরশুরাম ফিরে আসেন কুড়ুল ফেরত নিতে।
মগজ থেকে খুবলে বের করে আনা হীরের হাতলওলা কুড়ুল।
"ওইটে আমার নয়"।
ফের ডুব, তুলে আনা সোনার কুড়ুল।
"নাহ হে এও নয়"।
অগত্যা এবার মগজ বাঁচিয়ে চোখ বুজে বুকে ঝাঁপ এবং ওয়াপিস আসা সহাস্যে। অতি সাধারণ স্নেহ কুঠার নতশিরে ফিরিয়ে নেন পরমগুরু।

ঠাহর হয় না জয়ী কে। অন্তরের রাধেয় না পরশুরাম সমগ্রখানা।

No comments: